Sonu Sood: 'গরীবের মসিহা' সোনু সুদের বিরুদ্ধে ২০ কোটির কর ফাঁকির অভিযোগ
Sonu Sood (Photo Credit: File Photo)

মুম্বই, ১৮ সেপ্টেম্বর: কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠল বলিউড অভিনেতা সোনু সুদের (Sonu Sood)  বিরুদ্ধে৷  আয়কর দফতরের তরফে অভিযোগ করা হয়, সোনু সুদ ২০ কোটি টাকা কর ফাঁকি (Tax Evasion Case) দিয়েছেন৷ যে খবর প্রকাশ্যে আসতেই জোর শোরগোল শুরু হয়েছে৷

আয়কর দফতরের খবর অনুযায়ী, সোনু সুদ একটি ক্রাউড ফান্ডিংয়ের অনুষ্ঠানের জন্য বিদেশ থেকে ২.১০ কোটি অনুদান হিসেবে নিয়েছেন৷ যার জোরে সোনু ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট (বৈদেশিক অনুদান নিয়ন্ত্রণ আইন)-ও লঙ্ঘন করেছেন বলে অভিযোগ৷ যার জেরে ৪৮ বছরের বলিউড অভিনেতার অফিসে তল্লাশি চালানো হয়৷

আরও পড়ুন: Afghanistan: আফগানিস্তানে খুলল স্কুল, ছাত্ররা হাজির হলেও, প্রবেশের অনুমতি নেই ছাত্রীদের

সম্প্রতি দিল্লির (Delhi) অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) সরকার সোনু সুদকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযোগ করে৷ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পাশে বসে সাংবাদিক সম্মেলন করতে দেখা যায় সোনু সুদকে৷ ওই ঘটনার পর কেন সোনু সুদের অফিসে আয়কর দফতর তল্লাশি চালাল, তা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন৷ পাশাপাশি সোনু সুদের অফিসে আয়কর হানা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও মনে করছে বিভিন্ন মহল৷