Raj Khushwaha, Raja Raghuwanshi and Sonam Raghuwanshi (Photo Credits: X)

ইন্দোর, ১০ জুনঃ বিয়ের পর স্ত্রীকে নিয়ে মধুচন্দ্রিমায় (Honeymoon) গিয়ে খুন হয়েছেন মধ্যপ্রদেশের ইন্দোরের ব্যবসায়ী রাজা রঘুবংশীকে (Raja Raghuwanshi)। স্ত্রী সোনম রঘুবংশীর (Sonam Raghuwanshi) পরকীয়ার সম্পর্কই নির্মম পরিণতি ডেকে এনেছে রাজার জীবনে। বিয়ের আগে থেকেই রাজ কুশওয়াহার সঙ্গে সম্পর্ক ছিল সোনমের। রাজা রঘুবংশী হত্যাকাণ্ডে রাজ অন্যতম অভিযুক্ত।

আরও পড়ুনঃ সোনমের মত 'বুদ্ধিহীন' মানুষদের থেকে সচেতন হন, রাজা রঘুবংশী হত্যাকাণ্ডে ক্রোধে ফেটে পড়লেন কঙ্গনা

সোনমের বাবা দেবী সিং ইন্দোরে একটি প্লাইউড কারখানার মালিক। তাঁর কারখানার বার্ষিক টার্নওভার প্রায় ১২ থেকে ১৫ কোটি টাকা। বাবার কারখানার এইচআর পদটি সামলাতেন মেয়ে। সোনমের বাবার কারখানাতেই একজন সুপারভাইজার হিসেবে কাজ করতেন রাজ। যার মাসিক বেতন ছিল প্রায় ২০,০০০ হাজার টাকা। কাজ করতে গিয়েই পরিচয় হয় রাজ এবং সোনমের। মালিকের মেয়ের প্রেমে পড়েন রাজ। সময় যত এগিয়েছে দুজনের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। তবে রাজের সঙ্গে মেয়ে প্রেম মেনে নেননি সোনমের পরিবার।

সোনমের বিয়ের ঠিক হয় ইন্দোরের ট্রান্সপোর্ট ব্যবসায়ী রাজা রঘুবংশীর সঙ্গে। রাজা এবং তাঁর দুই ভাই মিলে ব্যবসা সামলাতেন। তাঁদের পারিবারিক ব্যবসার বার্ষিক টার্নওভার ৮ থেকে ১০ কোটি টাকা। বেতনভুক্ত কর্মীর প্রেমে ব্যবসায়ী স্বামীকে খুন। খুনের জন্যে দুজন খুনি ভাড়া করেন সোনম। মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়েই খুন হন রাজা। ২ মে চেরাপুঞ্জি জঙ্গলের গভীর খাদ থেকে মেলে রাজার মৃতদেহ। ইন্দোরে রাজার শেষকৃত্যের অনুষ্ঠানে সোনমের বাবার সঙ্গে দেখা গিয়েছিল অভিযুক্ত রাজকে।