Sonali Phogat (Photo Credit: File Photo)

দিল্লি, ২৬ অগাস্ট: বিজেপি নেত্রী, টিকটক স্টার সোনালী ফোগাটের (Sonali Phogat) মৃত্যু ঘিরে রহস্য দানা বাধতে শুরু করেছে। সোনালী ফোগাটের মৃত্যুর আগে বিজেপি নেত্রীকে পার্টির পর সেখান থেকে টানতে টানতে নিয়ে যাওয়া হয় বলে সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। যে ছবি প্রকাশ্যে আসার পর তা নিয়ে শোরগোল শুরু হয়। এবার গোয়া পুলিশের তরফে আরও একটি চাঞ্চল্যকর দাবি করা হয়।

গোয়া পুলিশের কথা, সোনালী ফোগাটের মৃত্যুর আগে তাঁর পানীয়তে সিন্থেটিক ড্রাগ অর্থাৎ এমডিঅএমএ জাতীয় কিছু মেশানো হয়। সোনালী ফোগাটের পানীয়তে ১.৫ গ্রাম এমডিএমএ মেশোনো হয়। তারপর কার্যত জোর করেই বিজেপি নেত্রীকে ওই পানীয় খাওয়ানো হয়। গোয়া পুলিশের এমন মন্তব্যের পর তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়।

আরও পড়ুন: Sonali Phogat: মৃত্যুর আগে বিজেপি নেত্রী সোনালীকে টানতে টানতে নিয়ে যাওয়া হয়, সিসিটিভি ফুটেজ ঘিরে রহস্য

পুলিশের কথায়, সোনালী ফোগাটের পানীয়তে এমন কিছু বিষাক্ত দ্রব্য মেশানো হয়, যা বুঝতে পেরে খেতে চাননি। এরপর কার্যত জোর করেই সোনালীকে ওই পানীয় খাওয়ানো হয়।