নয়াদিল্লিঃ চাকরির (Job) টোপ দিয়ে জালিয়াতি(Fraud)। এবার প্রতারণার শিকার বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ার(Engineer)। প্রতারকদেত ফাঁদে পা দিয়ে ৯১ লক্ষ টাকা খোয়ালেন যুবক। টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে যুবকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করল প্রতারকেরা।
জানা গিয়েছে, প্রতারিত যুবক বেঙ্গালুরুর কেজি হাল্লা এলাকার বাসিন্দা। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সম্প্রতি 'ধন্য' নামে একটি চ্যানেল থেকে টেলিগ্রাম অ্যাপে তাঁর কাছে একটি মেসেজ আসে। সেই মেসেজে দাবি করা হয়, ,চেন্নাইয়ের একটি কোম্পানি ওয়ার্ক ফ্রম হোমের জন্য নিয়োগ করছে। আবেদন করার জন্য একটি লিঙ্ক দেওয়া হয় ওই মেসেজের নীচে। সেই লিঙ্কে ক্লিক করে আবেদন জানিয়ে রেটিং দিলে কমিশন পাওয়া যাবে বলে জানানো হয়। এরপরই ওই গ্রুপের সদস্য হন যুবক। তাঁকে বলা হয় ওই কোম্পানির শেয়ারে ১ লক্ষ টাকা দিলে ২ লক্ষ টাকা ফেরত পাওয়া যাবে। বিশ্বাস করে সেই টাকা দিতেই প্রতারকদের জালে ফেঁসে যান ওই যুবক। এরপর বিভিন্নভাবে তাঁকে ফাঁসিয়ে ৯১ লক্ষ টাকা আত্মসাৎ করে প্রতারকেরা। এরপরই সাইবার ক্রাইম সেলের দ্বারস্থ হন প্রতারিত যুবক। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রতারকদের ফাঁদে পা দিয়ে ৯১ লক্ষ টাকা খোয়ালেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার
While 31-year-old Tanmay Mukherjee, a software engineer from Whitefield, lost ₹1.31 crore to a stock market investment scam, another 36-year-old software engineer from D.J. Halli was defrauded of ₹91 lakh in the guise of a job scam. https://t.co/Z8v7MTqob0
— The Hindu-Bengaluru (@THBengaluru) August 29, 2025