ফতেপুর, ১২ জুন: এক গরুর (Cow) চিকিৎসার জন্য নিয়োগ করা হল ৬ জন পশু চিকিৎসকে (Veterinary Doctors)। ঘটনাটি উত্তরপ্রদেশের ফতেপুর (Fatehpur) জেলার। সেখানকার চিফ ভেটেরিনারি অফিসার (Chief Veterinary Officer) জেলাশাসক অপূর্ব দুবের গরুর চিকিৎসার জন্য ৬ জন ভেটেরিনারি ডাক্তার নিয়োগ করেছেন। এই নিয়োগ সংক্রান্ত নির্দেশের কপি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
সিভিও এস কে তিওয়ারি জেলাশাসকের গরুর যত্ন নেওয়ার জন্য প্রতি সপ্তাহের জন্য একজন করে মোট ৬ জন ভেটেরিনারি ডাক্তার নিয়োগ করেছেন। ডাক্তারদের দিনে দুবার করে গরু দেখতে যেতে হবে এবং সন্ধ্যা ৬টার মধ্যে সিভিও অফিসে তাদের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। আরও পড়ুন: Cash Rain At Charminar: হায়দরাবাদের চারমিনারের কাছে টাকার বৃষ্টি! দেখুন ভিডিও
The Chief Veterinary Officer (CVO) of #UttarPradesh's #Fatehpur has deputed six veterinary doctors to treat the #cow of District Magistrate Apurva Dubey.
The letter also warns that any laxity in duty would be unpardonable. pic.twitter.com/JEKoYuSR1S
— IANS (@ians_india) June 12, 2022
চিঠিতে আরও সতর্ক করা হয়েছে যে দায়িত্বে কোনও অবহেলা করা যাবে না। অন্যথায় ব্যবস্থা নেওয়া হবে।