Cash Rain At Charminar: হায়দরাবাদের চারমিনারের কাছে টাকার বৃষ্টি! দেখুন ভিডিও
Cash Rain At Charminar (Photo: Twitter)

হায়দরাবাদ, ১২ জুন: হায়দরাবাদের (Hyderabad) চারমিনারের (Charminar) কাছে টাকার বৃষ্টি (Cash Rain)। আর সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। ভিডিও ভাইরাল হতেই ভিডিওটির সত্যতা যাচাইয়ের চেষ্টা করছে। জানা গিয়েছে, বিয়ের মিছিলে থাকা এক ব্যক্তি চারমিনারের কাছে গুলজার হাউজ ফোয়ারার উপরে উঠে ৫০০ টাকার নোট ওড়াতে থাকেন। সেই সময় ওই জায়গায় অনেকে অতিথি উপস্থিত রয়েছেন।

রাতে বিয়ের মিছিল নিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। স্থানীয় কয়েকজন ছুটে এসে নোটগুলি কুড়িয়ে নেন।

দেখুন ভিডিও:

পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত কোনও মামলা নথিভুক্ত করা হয়নি। তবে ওই ব্যক্তির খোঁজ পাওয়ার জন্য তদন্ত করা হচ্ছে।