তেলেঙ্গানা, ১৩ সেপ্টেম্বর: হায়দরাবাদে ভয়াবহ আগুন। সেকান্দ্রাবাদের হোটেলে লাগল আগুন (Six dead after a fire broke out at a hotel in Secunderabad)। এই অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। জানা গেছে, হোটেলের গ্রাউন্ড ফ্লোরে ই-স্কুটার রিচার্জিং ইউনিট থেকেই আগুন ছড়িয়ে। হোটেলের দোতলা ও তিনতলা ধোঁয়ায় ঢেকে যাওয়ায় সেখানে থাকা বোর্ডারদের শ্বাসকষ্ট শুরু হয়।আরও পড়ুন -Sukanta Majumdar: 'TMC-র ক্যাডারদের মত আচরণ পুলিশের', নবান্ন অভিযান নিয়ে অভিযোগ বিজেপির সুকান্তর
পড়ুন টুইট
Telangana | Remaining people jumped from the building and were rescued by locals. They were rushed to the hospital, fire tenders on the spot: Hyderabad Commissioner CV Anand pic.twitter.com/uDrwDCSw8t
— ANI (@ANI) September 13, 2022
হায়দারাবাদের পুলিশ কমিশনার সিভি আনন্দ জানিয়েছেন, প্রাণে বাঁচতে হোটেলের বিভিন্ন তলা থেকে বোর্ডাররা ঝাঁপ দিতে শুরু করে নিচে। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। আগুন নেভাতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে দমকল বাহিনী।
দেখুন ছবি
Telangana | Six dead after a fire broke out at a hotel in Secunderabad. Fire broke out in electric scooter recharging unit on ground floor, smoke from which overpowered the people staying on 1st & 2nd floors: Hyderabad Commissioner CV Anand pic.twitter.com/35Hbn3GgwW
— ANI (@ANI) September 13, 2022
মন্ত্রীর বক্তব্য
Very unfortunate incident. Fire brigade teams tried their best to rescue people from the lodge but due to heavy smoke, some people died. Some people were rescued from the lodge. We are probing how the incident happened: Telangana Home Minister Mohd Mahmood Ali https://t.co/6MwdNqzFKh pic.twitter.com/tMd1IW0yYH
— ANI (@ANI) September 13, 2022
এই অগ্নিকাণ্ডকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছেন তেলেঙ্গানার স্বরাষ্ট্র মন্ত্রী মহম্মদ মাহমুদ আলি। তিনি বলেন, “খুবই দুঃখজনক ঘটনা। দমকলকর্মীরা লজ থেকে লোকজনকে উদ্ধারের জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন। কিন্তু প্রচণ্ড ধোঁয়ার কারণে কিছু লোকের মৃত্যু হয়েছে। লজ থেকে কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি কীভাবে ঘটেছে তা আমরা পরীক্ষা করে দেখছি।”