ভারতে করোনা (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ১১ এপ্রিল: গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে (COVID-19) আক্রান্ত হলেন ১ লাখ ৫২ হাজার ৮৭৯ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৮৩৯ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯০ হাজার ৫৮৪ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ৩৩ লাখ ৫৮ হাজার ৮০৫ জন। তার মধ্যে বর্তমানে চিকিৎসা চলছে ১১ লাখ ৮ হাজার ৮৭ জনের। মোট সুস্থ হয়েছেন ১ কোটি ২০ লাখ ৮১ হাজার ৪৪৩ জন। করোনায় দেশে মৃত্যু হয়েছে ১ লাখ ৬৯ হাজার ২৭৫ জনের। আজ এই পরিসংখ্যান দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Union Health Ministry)।

মন্ত্রক জানিয়েছে, দেশে এখনও পর্যন্ত ১০ কোটি ১৫ লাখ ৯৫ হাজার ১৪৭ জনকে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। ICMR জানিয়েছে, গতকাল পর্যন্ত ২৫ কোটি ৬৬ লাখ ২৬ হাজার ৮৫০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আরও পড়ুন: Mamata Slams EC: 'মডেল কোড অফ কন্ডাক্ট'-র নাম বদলে 'মোদি কোড অফ কন্ডাক্ট' করুক কমিশন, তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের

এদিকে বিশ্বে করোনা আক্রান্ত ছাড়াল ১৩ কোটি। আজ সকাল পর্যন্ত বিশ্বে আক্রান্তের সংখ্যা ১৩ কোটি ৫৯ লাখ ৯২ হাজার ৭৯৮ জন। মোট মারা গেছেন ২৯ লাখ ৩৯ হাজার ১৭ জন। সুস্থ হয়েছেন ১০ কোটি ৯৩ লাখ ৫৭ হাজার ৭১৪ জন। বর্তমানে চিকিৎসা চলছে ২ কোটি ৩৬ লাখ ৯৬ হাজার ৬৭ জনের।