নতুন দিল্লি, ৭ ফেব্রুয়ারি: গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে (COVID-19) আক্রান্ত হলেন ১২ হাজার ৫৯ জন। একই সময়ে মৃ্ত্যু হয়েছে ৭৮ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১ হাজার ৮০৫ জন। দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ৮ লাখ ২৬ হাজার ৩৬৩ জন। তার মধ্যে বর্তমানে চিকিৎসা চলছে মাত্র ১ লাখ ২৪ হাজার ৭৬৬ জনের। মোট সুস্থ হয়েছন ১ কোটি ৫ লাখ ২২ হাজার ৬০১ জন। করোনায় মৃত্যু হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৯৯৬ জন। আজ এই পরিসংখ্যান দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Union Health Ministry)।
ICMR জানিয়েছে, গতকাল পর্যন্ত দেশে ২০ কোটি ১৩ লাখ ৬৮ হাজার ৩৭৮টি নমুনার পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে গতকাল ৬ লাখ ৯৫ হাজার ৭৮৯টি নমুনা পরীক্ষা হয়েছে। আরও পড়ুন: Ratan Tata Responds To Demand For Bharat Ratna: 'ভারতের বিকাশ ও সমৃদ্ধিতে অবদান রেখে খুশি', 'ভারত রত্ন' দেওয়ার প্রচার নিয়ে বললেন রতন টাটা?
এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৪ লাখ ১৬ হাজার ৮৮৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১০ কোটি ৬৩ লাখ ২২ হাজার ৩৯৮। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ১০ হাজার ৮৬২। এখনও পর্যন্ত করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৭ কোটি ৮১ লাখ ৫ হাজার ৪২৪ জন।