দিল্লি, ১৭ নভেম্বর: শ্রদ্ধা ওয়ালকর (Shraddha Walker) খুনে এবার বিস্ফোরক তথ্য সামনে আনল দিল্লি পুলিশ (Police)। শ্রদ্ধার মুখ যাতে কেউ চিনতে না পারে, তার জন্য খুনের পর দেহ খণ্ডিত করে মুখ পুড়িয়ে দেয় আফতাব আমিন পুনাওয়ালা। দেহ খণ্ডিত করার পর শ্রদ্ধার মুখ দেখলে যাতে কেউ ঘুণাক্ষরেও টের না পান, তার জন্যই আবতাফ ওই নারকীয় কীর্তি করে বলে জানায় দিল্লি পুলিশ। যা প্রকাশ্যে আসতেই শিউরে উঠতে শুরু করেছে মানুষ। পুলিশ সূত্রে খবর, ১৮ মে শ্রদ্ধা ওয়ালকরকে শ্বাসরোধ করে খুন করে আফতাব। এরপরদিন ছুরি কিনে তাঁর দেহাংশ খণ্ডিত করে ফ্রিজে তুলে দেয় আফতাব। শ্রদ্ধার দেহাংশ ফ্রিজ খুলে বের করে এরপর তা পুড়িয়ে দেয় অভিযুক্ত। বাড়ির লোক, বন্ধুবান্ধব কেউ যাতে শ্রদ্ধাকে চিনতে না পারেন, তার জন্যই নৃশংসতার চরম সীমা পার করে দেয় আফতাব আমিন পুনাওয়ালা (Aftab Amin Poonawala)।
জেরার সময় আফতাব আরও দাবি করে, ইন্টারনেট সার্চ কের খুনের খুঁটিনাটি জানতে শুরু করে সে। খুনের পর কীভাবে মৃতের দেহ অন্যদের অগোচরে রাখতে হয়, তা ইন্টারনেট সার্চ করে বের ফেলে বলে জানায় আফতাব।
সবকিছু মিলিয়ে আফতাব পুনাওয়ালা যে নৃশংসভাবে প্রেমিকা শ্রদ্ধা ওয়ালকরকে খুন করে, তা জেনে শিহরিত গোটা দেশ।