দিল্লি, ১৭ নভেম্বর: খুনের পর প্রায় ১০ ঘণ্টা ধরে শ্রদ্ধা ওয়ালকরের (Shraddha Walker) দেহ খণ্ডিত করে আফতাব পুনাওয়ালা (Aftab Amin Poonawala)। পুলিশি জেরার মুখে ফের বিস্ফোরক দাবি করল এই যুবক। আফতাব জানায়, ১৮ মে শ্রদ্ধাকে খুনের পর প্রায় ১০ ঘণ্টা ধরে সে মৃতদেহকে ৩৫ খণ্ডে খণ্ডিত করে। এরপর শ্রদ্ধার পরিচয় লুকোতে প্রেমিকার মুখ পুড়িয়ে দেয় বলেও জানায় আফতাব। জেরার সময় আফতাব আরও দাবি করে, ইন্টারনেট সার্চ কের খুনের খুঁটিনাটি জানতে শুরু করে সে। খুনের পর কীভাবে মৃতের দেহ অন্যদের অগোচরে রাখতে হয়, তা ইন্টারনেট সার্চ করে বের ফেলে বলে জানায় আফতাব।
গত সোমবার আফতাব আমিন পুনাওয়ালাকে নিয়ে তার দিল্লির ছত্তরপুরের ফ্ল্যাটে যায় পুলিশ। শ্রদ্ধার সঙ্গে আফতাব কী করেছে, তা জানতে একটি ম্যানিকুইনও সঙ্গে নিয়ে যায় দিল্লি পুলিশ। পাশাপাশি আফতাবের ঘর থেকে যখন রক্তের নমুনা সংগ্রহ করা যয়া, তা কার জানতে ফরেন্সিক দলও সঙ্গে যায়।
আরও পড়ুন: Shraddha Walker Murder: 'খুনের পর শ্রদ্ধার মুখ পুড়িয়ে দিয়েছি', নারকীয় কীর্তি প্রকাশ আফতাবের
আফতাব জানায়, শ্রদ্ধাকে খুনের পর তাঁর দেহ বাথরুমে নিয়ে যায় আফতাব। বেশ কয়েকঘণ্টা শাওয়ার চালিয়ে তারপর দিন দেহাংশ খণ্ডিত করে আফতাব। রক্তের দাগ যাতে জলের সঙ্গে বয়ে বাইরে বেরিয়ে যায়, তার জন্য ঘণ্টার পর ঘণ্টা ধরে শাওয়ার ছেড়ে রাখে এই যুবক। যে ঘটনা সামনে আসতেই শিউরে উঠছে পুলিশও।