নতুন দিল্লি, ৩ ডিসেম্বর: শ্রদ্ধা ওয়ালকর (Shraddha Walker) খুনে অভিযুক্ত তাঁর লিভ ইন পার্টনার আফতাব এবার তিহার জেল কর্তৃপক্ষের কাছে আবেদন করল তাকে পড়ার জন্য উপন্যাস, সাহিত্যের বই দেওয়া হোক। জেলে বন্দি অবস্থায় সে পড়তে চায়, আর তাই কিছু উপন্যাস ও সাহিত্যের বইয়ের কথা তিহার জেল কর্তৃপক্ষকে আফতাব জানালো। আফতাবের আবেদন রেখে, তাকে বই দেওয়া হবে বলে তিহার জেল সূত্রে খবর।
প্রসঙ্গত গত ১৮ মে শ্রদ্ধা ওয়ালকরকে খুনের পর ৩৫ টুকরো করে আফতাব আণিন পুনাওয়ালা। যে ঘটনা সম্প্রতি প্রকাশ্যে আসার পর তা নিয়ে গোটা দেশ জুড়ে তোলপাড় শুরু হয়ে যায়। আরও পড়ুন-বিয়ে করতে যাওয়ার পথে বরের গাড়ির সঙ্গে লরির ধাক্কা, মৃত ৪
দেখুন টুইট
Shraddha murder case | Accused Aftab has asked the Tihar administration to provide novels and literature books to read. The administration will soon provide him with the books: Tihar Jail Sources
— ANI (@ANI) December 3, 2022
শ্রদ্ধা ওয়ালকরের খুনের পর তাঁর দেহাংশ ওই বাক্সের মধ্যে করে ফরিদাবাদে ফেলে কিনা আফতাব আমিন পুনাওয়ালা (Aftab Amin Poonawala), তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ওই বাক্সের মধ্যে থেকে যে দেহাংশ মিলেছে, তার ডিএনএ টেস্ট করা হবে বলে জানানো হয় দিল্লি পুলিশের তরফে।
এদিকে শ্রদ্ধা ওয়ালকরকে খুনের পর ৫টি বড় ছুরি দিয়ে তাঁর দেহাংশ খণ্ডিত করে আফতাব পুনাওয়ালা। যে ৫টি ছুরি খুঁজে পাওয়ার পর দিল্লি পুলিশ তা পরীক্ষার জন্য পাঠিয়েছে।