দিল্লি, ১৪ মে: ভয়াবহ ঘটনার খব উঠে এল উত্তরপ্রদেশ (Uttar Pradesh)থেকে। এবার উত্তরপ্রদেশের কানপুরের (Kanpur) বাসিন্দা এক সবজি বিক্রেতার আত্মহত্যার সঙ্গে সঙ্গে বেশ কিছু বিষয় প্রকাশ্যে আসে। যা শুনে অনেকেই চমকে যান। রিপোর্টে প্রকাশ, কানপুরের বাসিন্দা সুনীল রাজপুত নামের ওই সবজি বিক্রেতা সম্প্রতি আত্মহত্যা করেন। আত্মহত্যার আগে সুনীল অভিযোগ করেন উত্তরপ্রদেশের দুই পুলিশ কর্মীর বিরুদ্ধে। সুনীল রাজপুতের অভিযোগ অনুযায়ী, পুলিশের সাব ইন্সপেক্টর সত্যেন্দ্র কুমার এবং কনস্টটেবল অজয় যাদব প্রায় প্রতিদিন সুনীলকে হেনস্থা করতেন। প্রায় প্রত্যেক অনুষ্ঠানেই সুনীলের কাছ থেকে সত্যন্দ্র কুমার নামে ওই পুলিশ আধিকারিক এবং অজয় যাদব বিনামূল্যে সবজি নিতেন বলে অভিযোগ। সেই সঙ্গে তাঁকে ওই ২ পুলিশ কর্মীর অকারণ মারধর করতেন বলেও অভিযোগ।
আত্মহত্যার আগে সুনীল রাজপুত নামে ওই সবজি বিক্রেতার দাবি ভাইরাল হতে শুরু করলে, সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষ তার প্রবল সমালোচনা করেন। উত্তরপ্রদেশের ওই ২ পুলিশ কর্মীর বিরুদ্ধেই দায়ের করা হয়েছে এফআইআর।
দেখুন সেই ভিডিয়ো...
Warning: Disturbing video, self harm
In UP's Kanpur, a vegetable vendor identified as Sunil Rajput died by suicide. In his dying declaration, Sunil alleged he was being harassed by two policemenn including UP police sub-inspector Satendra Kumar who used to take vegetables for… pic.twitter.com/nGTIocQBBO
— Piyush Rai (@Benarasiyaa) May 14, 2024
দেখুন আরও ভিডিয়ো...
UP : कानपुर में सब्जी विक्रेता सुनील राजपूत ने फांसी लगाकर जान दे दी। मरने से पहले उसने 2 वीडियो बनाए। इसमें कहा कि सब इंस्पेक्टर सतेंद्र कुमार और सिपाही अजय यादव आए दिन फ्री में सब्जी ले जाते हैं। रुपए छीन लेते हैं, मारपीट भी करते हैं। दोनों पुलिसकर्मियों पर FIR हुई। pic.twitter.com/0sQEeTaerA
— Sachin Gupta (@SachinGuptaUP) May 14, 2024
ওই ঘটনার পর কানপুরের পুলিশ কমিশনারেটের তরফে মুখ খোলা হয়। তিনি বলেন, যে ২ পুলিশ কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তা প্রমাণিত হলে উপযুক্ত পদক্ষেপ করা হবে। ঘটনার তদন্ত তলছে বলেও জানান কাপুরের পুলিশ কমিশনারেট।
শুনুন কী বললেন তিনি...
थाना क्षेत्र संचेडी में एक व्यक्ति द्वारा फाँसी लगाकर आत्महत्या करने व पुलिस द्वारा आवश्यक कार्यवाही के सम्बन्ध में सहायक पुलिस आयुक्त पनकी द्वारा दी गई बाइट। @Uppolice pic.twitter.com/0tRjhYZdDz
— POLICE COMMISSIONERATE KANPUR NAGAR (@kanpurnagarpol) May 14, 2024