
চেন্নাই, ১৩ মেঃ দূরপাল্লার এক্সপ্রেসে সাংঘাতিক ঘটনা। স্লিপার কোচের মাঝখানের বার্থ ভেঙে পড়ল এক মহিলা যাত্রীর মাথায়। চলন্ত ট্রেনের মধ্যে রক্তান্ত কাণ্ড। মাথায় গুরুতর চোট পেয়েছেন ওই মহিলা যাত্রী। ঘটনাটি ঘটেছে ১২ মে, চেন্নাই-পালাক্কাদ এক্সপ্রেসে (Chennai-Palakkad Express)।
জানা যাচ্ছে, ট্রেনের স্লিপার কোচের নীচের বার্থে ঘুমাচ্ছিলেন এক মহিলা যাত্রী। মাঝের বার্থটি খালিই ছিল। তামিলনাড়ুর (Tamil Nadu) জোলারপেট্টাই স্টেশন অতিক্রম করার কিছুক্ষণ পরেই আচমকা মাঝের বার্থটি সজোরে খুলে পড়ে। আঘাত লাগে মহিলার মাথায়। গলগল করে রক্ত বের হতে শুরু করে। দূরপাল্লার ট্রেনে দূরে যাত্রা করার সময়ে যাত্রীরা রাতে নিশ্চিন্তে ঘুমাতে ঘুমাতে যাত্রা করেন। কিন্তু বার্থ খুলে পড়ার এমন ঘটনা আতঙ্কিত করেছে বহু যাত্রীকেই।
রেলের তরফে বিবৃতিঃ
এই ঘটনার পরেই দক্ষিণ রেলওয়ে বিবৃতি প্রকাশ করে দুর্ঘটনার দায় গা থেকে ঝেড়ে ফেলেছে। বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, চেন্নাই-পালাক্কাদ এক্সপ্রেসে বার্থ খুলে পড়ার ঘটনায় রেলের কোন গাফিলতি নেই। মাঝের বার্থের চেইন বা হুক সঠিক ভাবে যাত্রী লাগাননি, যার ফলে দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে।
দক্ষিণ রেলওয়ে কর্মকর্তারা জানান, আহত যাত্রীর চিকিৎসার জন্যে ট্রেনটি নিকটতম স্টেশন মোরাপ্পুরে দাঁড়ায়। কিন্তু ওই যাত্রী চিকিৎসা নিতে অস্বীকার করেন। এরপর সালেম স্টেশনে নেমে যান তিনি। স্টেশন মাস্টার একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন আহত যাত্রীর জন্যে। ভোর ৩টে নাগাদ সালেমের সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।
এই ঘটনার পড়ে রেলওয়ে কর্মকর্তাদের একটি দল ওই নির্দিষ্ট কোচটি পরিদর্শন করেন। ভালমতো খতিয়ে দেখেন সমস্ত কিছু। জানান, মাঝের বার্থটি ধরে রাখার জন্য ব্যবহৃত চেইন এবং হুকটি সঠিকভাবে কাজ করছে। যাত্রী সুরক্ষার মান নিশ্চিত করেছেন রেল আধিকারিকেরা।