Nagpur Shocking: ফেসবুক লাইভে কব্জির শিরা কেটে আত্মহত্যার চেষ্টা, বন্ধুদের তৎপরতায় প্রাণে বাঁচলেন সংগীত শিল্পী
Image used for representational purpose only | (Photo Credits: PTI)

নাগপুর, ১৪ মার্চ: ফেসবুক লাইভে (Facebook Live) কব্জির শিরা কেটে আত্মহত্যার (Suicide) চেষ্টা। বন্ধুদের তৎপরতায় প্রাণে বাঁচলেন সংগীত শিল্পী। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরে (Nagpur)। পুলিশ জানিয়েছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব এবং লকডাউনের কারণে আর্থিক সঙ্কটে ছিলেন ওই যুবক। ফেসবুক লাইভে গিয়ে কব্জির শিরা কেটে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। তবে, ফেসবুক লাইভে ওই ভিডিও দেখেই বন্ধুরা বাড়িতে গিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে যান।

পুলিশ জানিয়েছে, "৩৫ বছরের ওই যুবক আত্মহত্যার চেষ্টা করছিলেন, তাঁর স্ত্রী এবং শিশুরা সাহায্যের জন্য কাঁদছিল। লাইভ দেখেই যুবকের বন্ধুরা পার্দি এলাকায় তাঁর বাড়িতে পৌঁছে যান এবং তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। ওই যুবকের অবস্থা আশঙ্কাজনক।" আরও পড়ুন: Jharkhand: 'সহনশীলতার পরীক্ষা' নেওয়ার অজুহাতে নার্সিং পড়ুয়াদের শ্লীলতাহানি, ধৃত কলেজের প্রধান

জানা যাচ্ছে, লকডাউনে নিজেদের সমস্যা ও সাহায্যের আবেদন করে বেশ কয়েকজন সংগীত শিল্পী প্রশাসনের দ্বারস্থ হন। এই যুবকও ছিলেন তাঁদের দলে।