ভারতীয় রেসলিং ফেডারেশনের প্রধান ব্রিজ ভূষণ সিং এবং অন্যান্য কোচের বিরুদ্ধে ভিনেশ ফোগট, সাক্ষী মালিক সহ ভারতীয় কুস্তিগীররা নাবালক মহিলা কুস্তিগীরদের যৌন নির্যাতনের গুরুতর অভিযোগ করেছেন। এর আগে যন্তর মন্তরে ধর্না , অবস্থান ও বিক্ষোভের পর এখন খেলোয়াড়রা ব্রিজ ভূষণের বিরুদ্ধে আইনি লড়াই করতে যাচ্ছে।মহিলা কুস্তিগীরদের যৌন হয়রানির অভিযোগে ভারতীয় রেসলিং ফেডারেশনের (WFI) সভাপতি ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে FIR দাবি করে পিটিশন দায়ের করা হয়েছে সুপ্রিম কোর্টে।
এর আগে মেরি কমের নেতৃত্বে একটি কমিটি কেন্দ্রের ক্রীড়া মন্ত্রক তৈরি করেছিল। সোমবার দিল্লি পুলিশের এক সিনিয়র আধিকারিক জানান ইতিমধ্যেই তদন্তের জন্য ক্রীড়া মন্ত্রকের তরফে গঠিত তদন্ত কমিটির কাছে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন , ‘এখনও পর্যন্ত রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতির বিরুদ্ধে সাতটি অভিযোগ সামনে এসেছে এবং অভিযোগগুলির তদন্ত করা হচ্ছে। সুনির্দিষ্ট প্রমাণ সামনে আসার পরে এফআইআর দায়ের করা হবে বলেও জানান তিনি।
#BREAKING Plea mentioned in Supreme Court by top Indian wrestlers, including Vinesh Phogat and Sakshi Malik seeking a FIR against Wrestling Federation of India (WFI) president Brij Bhushan Sharan Singh over alleged sexual harassment of women wrestlers @wfi_wrestling… pic.twitter.com/nbkDIXUnwC
— Bar & Bench (@barandbench) April 25, 2023