
আবাসনের বহুতলে অগ্নিকাণ্ড। আর সেখানে আটকে দুই কিশোরী সহ চার মহিলা। ঘটনাস্থলে উঠতে পারছে না দমকল বাহিনী। এদিকে তাঁদের কাতর আর্তিতে বুক কাঁপছে সকলেরই। যদিও দমকল বাহিনীর চেষ্টা ও মহিলাদের উপস্থিত বুদ্ধিতে দুই নাবালিকাকে সুরক্ষিতভাবেই উদ্ধার করা হয়। শুক্রবার এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে আহমেদাবাদের খোখড়ায় (Khokhra)। জানা যাচ্ছে, এদিন দুপুরে একটি বিলাসবহুল আবাসনের একটি বহুতলে ঘটনাটি ঘটেছে। খবর পেয়েই ঘনাস্থলে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন।
শিশু, মহিলাদের উদ্ধার করা হয়েছে
দমকলসূত্রের খবর, ঘটনাস্থলে বেশ কয়েকজন আটকে ছিল। এদিকে আগুনের লেলিহান শিখা ক্রমশ উপরে উঠছিল। ফলে দমকল বাহিনী একটি আগুন নেভানোর কাজ করছিল। অন্যদিকে চলছিল উদ্ধারকাজও। সবমিলিয়ে এখনও পর্যন্ত ১৮ জনকে উদ্ধা্র করা হয়েছে। যার মধ্যে শিশু, মহিলা রয়েছে বলে খবর।
দেখুন ভিডিয়ো
VIDEO | Severe fire breaks out at an apartment complex in Ahmedabad's Khokhra. 18 people have been rescued. More details awaited.
(Source: Third Party)
(Full video available on PTI Videos - https://t.co/dv5TRARJn4) pic.twitter.com/Kk2BPLN2lX
— Press Trust of India (@PTI_News) April 11, 2025
নিয়ন্ত্রণে পরিস্থিতি
যদিও বর্তমানে আগুন নিয়ন্ত্রণে হয়েছে। হতাহতের কোনও খবর নেই। তবে আগুন কীভাবে লাগল তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে সিলিন্ডার ফেটেই ঘটনাটি ঘটেছে।