চণ্ডীগড়, ২১ মার্চ: ইতিহাস গড়ে বিধানসভা নির্বাচনে ৯২টি আসনে জিতে পঞ্জাবে (Punjab) ক্ষমতায় এসেছে আম আদমি পার্টি (AAM Admi Party)। দিল্লির বাইরে এই প্রথম কোনও রাজ্যে আপ-এর সরকার গঠিত হয়েছে। মুখ্যমন্ত্রী ভগবন্ত মান-এর ১১জনের মন্ত্রিসভায় ৯জন মন্ত্রীই কোটিপতি। আবার ওই ১১ জনের মন্ত্রিসভায় ৭জনের বিরুদ্ধে চলছে ফৌজদারি মামলা। মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান সহ পঞ্জাব মন্ত্রিসভায় মোট ১১জন মন্ত্রী আছেন।
মান মন্ত্রিসভায় সবচেয়ে ধনী মন্ত্রী হলেন ব্রাম শঙ্কের (জিম্পা), তাঁর মোট ৮.৫৬ কোটি টাকার সম্পত্তি আছে। আর সবচেয়ে গরীব মন্ত্রী লাল চাঁদের সম্পত্তি ৬ লক্ষ ১৯ হাজার টাকা। আরও পড়ুন: স্কুলের পাঠক্রমে ভগবত গীতা, তবে অনিচ্ছুক পড়ুয়াদের জোর করে পড়াবেন না: দেওবন্দ
গত, বুধবার খটকার কালানে (Khatkar Kalan) পঞ্জাবের মুখ্যমন্ত্রী (Chief Minister of Punjab) পদে শপথ নেন ভগবন্ত মান (Bhagwant Mann)। বুধবার ঐতিহ্যবাহী বাসন্তী রঙা পাগড়ি ও উত্তরীয় গায়ে ১০ হাজার জনতার উপস্থিতিতে ভগৎ সিংয়ের গ্রামে শপথ নেন তিনি। ৪৮ বছরের মান সাতের দশকের পর পঞ্জাবের সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং আম আদমি পার্টির অন্যান্য সিনিয়র নেতারা শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ভগওয়ান্ত মানের ছেলেমেয়ে সিরত কৌর ও দিলশান মানকে নিয়ে আমেরিকা থেকে উড়ে এসেছেন ভগওয়ান্ত মানের প্রাক্তন স্ত্রী ইন্দরপ্রীত কৌর।
১১৭ আসনের পঞ্জাব বিধানসভায় ৯২টি আসন জিতে সরকার গড়েছে আপ। সাংগরুর জেলার ধুরি বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন মান। কংগ্রেসের দলভীর সিং গোল্ডিকে প্রায় ৫৯ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছেন তিনি। শপথ নেওয়ার পর মান দলীয় বিধায়কদের উদ্দেশে বলেন, "আমি আপনাদের সকলকে অহংকারী না হওয়ার জন্য আবেদন করছি। যারা আমাদের ভোট দেয়নি তাদেরও আমাদের সম্মান করতে হবে। আমি আপনাদের সবাইকে এবং অরবিন্দ কেজরিওয়ালকে ধন্যবাদ জানাচ্ছি।"