মুম্বই, ৯ জুন: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের (BMC) ডেপুটি মিউনিসিপ্যাল কমিশনার শিরিশ দীক্ষিতের (Shirish Dixit) আজ মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। বিএমসির জল দপ্তরে কর্মরত ছিলেন। কিছুদিন আগে তিনি করোনায় আক্রান্ত হন। কোনও উপসর্গ না থাকায় বাড়িতেই কোয়ারেন্টাইন ছিলেন তিনি। আজ সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। সেই সময়ে তাঁর পরিবার হাসপাতালে খবর দেন। স্বাস্থ্যকর্মীরা যখন বাড়ি এসে পৌঁছন ততক্ষণে প্রাণ হারান তিনি।
মহারাষ্ট্রে করোনার কবল ৮৮,৫২৮ জন আক্রান্ত। প্রায় ৪১,০০০ রোগী ইতিমধ্যে সুস্থ হয়েছে। বাকিরা সকলে চিকিৎসারত। যদিও, বিপদের মেঘ কাটিয়েছে মুম্বই অধীনস্ত এশিয়ার বৃহত্তম বস্তি ধারাভি। সেখানে গত একসপ্তাহে কোনও মৃতের খবর পাওয়া যায়নি। এমনকি আক্রান্তের সংখ্যাও অনেকটাই কমেছে। ৮ জুন আনলক-১ এ রাস্তায় ব্যাপক গাড়ি চলাচল, জ্যাম দেখা যায়। শহরের এমন দৃশ্য দেখে হতবাক হয়ে যায় অনেকেই। আরও পড়ুন, একদিনে সর্বাধিক সংক্রমণ, দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৬৬ হাজার ৫৯৮
দেশে একদিনে সর্বোচ্চ হারে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা (COVID-19 Cases In India)। সোমবার সারা দিনে দেশে নতুন করোনা রোগী ৯ হাজার ৯৮৭ জন। একদিনে মৃত্যু হয়েছে ৩৩১ জনের। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, দেশে মোট করোনা আক্রান্ত এখন ২ লক্ষ ৬৬ হাজার ৫৯৮ জন। এই মহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন ১ লক্ষ ২৯ হাজার ৯১৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ২৯ হাজার ২১৫ জন। দেশে কোভিড-১৯ মারা গিয়েছেন সাত হাজার ৪৬৬ জন। দেশের মধ্যে সব থেকে খারাপ অবস্থায় রয়েছে মহারাষ্ট্র। সেখানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮৮ হাজার ৫২৮ জন। এর মধ্যেই সেখানে ৩ হাজার ১৬৯ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে।