পাটনা, ১৩ মে: পাটনায় হাজির স্বঘোষিত গুরু ধীরেন্দ্র শাস্ত্রি (Dhirendra Shastri)। শনিবার পাটনায় হাজির হয়ে ধীরেন্দ্র শাস্ত্রি বলেন, তিনি হিন্দু, মুসলিম ভাগাভাগিতে বিশ্বাস করেন না। তিনি শুধুমাত্র হিন্দুত্বে বিশ্বাসী বলে মন্তব্য করেন ধীরেন্দ্র শাস্ত্রি। শনিবার সকাল ৮টা নাগাদ পাটনা বিমানবন্দরে নামেন ধীরেন্দ্র শাস্ত্রি। দিল্লির বিজেপি সাংসদ মনোজ তিওয়ারির সঙ্গে পাটনায় হাজির হন ধীরেন্দ্র শাস্ত্রি। দিল্লির বিজেপি সাংসদ মনোজ তিওয়ারির সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরিজ সিংও ধীরেন্দ্র শাস্ত্রিকে স্বাগত জানান।
ধীরেন্দ্র শাস্ত্রি পাটনায় নেমে সংবাদমাধ্যমের মুখোমুখি হন। এরপরই স্বঘোষিত গুরু বলেন, তিনি হিন্দু-মুসলিম রাজনীতিতে বিশ্বাস করেন না। তিনি শুধুমাত্র হিন্দুত্বে বিশ্বাসী। তিনি কোনও রাজনৈতিক নেতা নন। তিনি শুধুমাত্র হনুমান এবং সনাতন ধর্মে বিশ্বাসী বলে মন্তব্য করেন ধীরেন্দ্র শাস্ত্রি।
তবে তিনি রাজনৈতিক নেতা বা রাজনীতি নিয়ে কোনও মন্তব্য করতে চান না বলে স্পষ্ট মন্তব্য করেন ধীরেন্দ্র শাস্ত্রি।