লোকসভায় নিরাপত্তার ইস্যু নিয়ে এবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বিধঁলেন রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
তিনি জানান, "লোকসভায় নিরাপত্তার গাফিলতি খুবই গম্ভীর বিষয়। সদনে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করছি।কিন্তু মনে হচ্ছে উনি কোন বিবৃতি দেবেন না। পরিবর্তে উনি টিভি চ্যানেলে ঘন্টার পর ঘন্টা বক্তব্য দিচ্ছেন।এটি গনতন্ত্রের পক্ষে সুখকর নয় "
নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে গ্যালারি থেকে এসে লোকসভায় বিপত্তি সৃষ্টি করে বেশ কয়েকজন।যা ২২ বছর আগে স্মৃতি উসকে দেয়। ২০০১ সালে সংসদ হামলার ঘটনায় শহিদদের উদ্দেশ্যে শ্রদ্ধাজ্ঞাপন করছিলেন ঠিক সেই সময় ২ জন ভিজিটর গ্যালারি থেকে উঠে এসে স্নোক ক্যান নিয়ে নেমে পড়ে। যা লোকসভার মধ্যে থাকা রাজনীতিবিদ সাংসদদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করে।
VIDEO | "Security lapse in Lok Sabha is a matter of serious concern. We are demanding the Union Home Minister's statement in the House but it seems that he doesn't want to make a statement. Instead, he speaks on a TV channel for hours. This is not good for democracy," says… pic.twitter.com/H39yeHxU2Y
— Press Trust of India (@PTI_News) December 16, 2023