Jammu And Kashmir: পুলওয়ামা এনকাউন্টারে শহিদ সেনা জওয়ান, খতম ১ জঙ্গি; গুলির লড়াই অব্যাহত
জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনী(Photo Credit: ANI)

শ্রীনগর, ৭ জুলাই: উপত্যকায় ফের সেনা জঙ্গির গুলির লড়াই। মঙ্গলবার সকালে সেনার গুলিতে খতম এক জঙ্গি। এনকাউন্টারে শহিদ হয়েছেন এক সেনা জওয়ান (soldier martyred)। দুই নিরাপত্তা কর্মী গুরুতর আহত হওয়ায় হাসপাতালে ভর্তি আছেন। পুলওয়ামার গুসু এলাকায় সকাল পাঁচটা বেজে ৩০ মিনিটে শুরু হওয়া এনকাউন্টার এখনও চলছে। ইতিমধ্যেই কাশ্মীর এলাকার পুলিশের তরফে টুইটারে পুলওয়ামা এনকাউন্টারের আপডেট দেওয়া হয়েছে। সেখানেই বলা হয়েছে জঙ্গি খতম হওয়ার কথা। তবে কোনও জঙ্গি দলের সদস্য সে তা এখনও জানা যায়নি। জঙ্গিদের আত্মগোপনের খবর পেয়ে পুলওয়ামার গুসু এলাকায় এদিন মিলিত অভিযান চালায় সিআরপিএফ-এর ১৮৩ নম্বর ব্যাটেলিয়ন, ভারতীয় সেনার রাষ্ট্রীয় রাইফেলস এবং জম্মু ও কাশ্মীরের পুলিশ। আরও পড়ুন-Earthquakes: কাকভোরে তীব্র ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৩, বাদ গেল না সিঙ্গাপুর ও অরুণাচল প্রদেশ

গত সপ্তাহে শ্রীনগরে সেনার গুলিতে নিকেশ হয় এক জঙ্গি। গত ২৬ জন  শ্রীনরের অনন্তনাগ জেলার এনকাউন্টারে ওই জঙ্গির গুলিতে শহিদ হন এক সিআরপিএফ জওয়ান। বছর ছয়েকের এক শিশুর প্রাণ যায়। গত ৪ জুলাই জম্মু ও কাশ্মীরের কুলগামের আরা এলাকায় এক জঙ্গিকে খতম করে নিরাপত্তা বাহিনী। শুধুমাত্র জুন মাসেই ৪৬ জন জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনা।