দিল্লি, ১৩ ডিসেম্বর: বুধবার লোকসভার (Lok Sabha) নিরাপত্তা বিঘ্নিত হওয়ার দায় নিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার এমনই দাবি করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। সংসদ ভবনে যেভাবে আজ নিরাপত্তা বিঘ্নিত হয়েছে, তার সম্পূর্ণ দায় প্রধানমন্ত্রী (PM Modi) এবং স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah) নিন বলে দাবি জানান তৃণমূল কংগ্রেস সাংসদ। বুধবার লোকসভার গ্যালারি থেকে সাংসদদের দিকে ছুটে আসেন ২ জন। ঘটনার জেরে সংসদে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও এই ঘটনার পরপরই ওই ২ যুবককে গ্রেফতার করা হয়। পরে আরও ২ জনকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। গ্রেফতারির পর ধৃতদের জিজ্ঞাসাবাদ করার প্রক্রিয়া শুরু হয়।
২ যুবক আজ যেভাবে সাংসদদের দিকে ছুটে আসে, তাতে যেমন আতঙ্ক ছড়ায়, তেমনি তাদের হাতে থাকা ক্যানিস্টার থেকে হলুদ রঙের ধোঁয়া বের হতে শুরু করে। যা নিয়ে তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়ে। কী হচ্ছে বুঝতে না পেরে সংসদে তমুল হই হট্টোগোল শুরু হয়ে যায়। আতঙ্কে ভুগতে শুরু করেন সাংসদরা।
আরও পড়ুন: Security Breach In Lok Sabha: বিজেপির প্রতাপ সিমহার দেওয়া পাস নিয়ে লোকসভায় প্রবেশ বহিরাগতর, সূত্র
PM Modi, Amit Shah should take responsibility for security breach in Parliament: TMC MP Kalyan Banerjee
Edited video is available on PTI Videos (https://t.co/L2D7HH3xZ2) #PTINewsAlerts #PTIVideos @PTI_News pic.twitter.com/31I9j4aZph
— PTI News Alerts (@PTI_NewsAlerts) December 13, 2023
ওই ঘটনার পর সূত্রের তরফে নয়া খবর প্রকাশ্যে আসে। সূ্ত্রের তরফে জানা যায়, লোকসভায় যে ২ জন বুধবার প্রবেশ করে ক্যানিস্টার নিয়ে, তাদের মধ্যে একজন বিজেপি সাংসদ প্রতাপ সিমহার (Pratap Simha) রেফারেন্সে পাস সংগ্রহ করে। বিজেপি সাংসদ প্রতাপ সিমহার রেফারেন্সে ইস্যু করা পাস নিয়েই সংসদে প্রবেশ করে ওই ব্যক্তি। কর্ণাটকের মাইসুরুর সাংসদ হলেন প্রতাপ সিমহা।