বারাণসী, ২৩ মে: বিতর্কিত জানব্যাপী (Gyanvapi Masjid Row) শ্রীনগর গৌরীপুর মামলার শুনানি শুরু হওয়ায় কড়া নিরাপত্তার চাদরে মুড়ল বারাণসী আদালত। এই শুনানির কারণে আগেভাগেই সুপ্রিম কোর্ট থেকে বারাণসী আদালতে চলে এসেছে মামলার যাবতীয় নথি। বারাণসীর জেলার সরকারি কৌঁসুলি জানিয়েছেন আজকের শুনানিতেই জেলার দায়রা বিচারক শুনানির তিন স্পষ্ট করে দেবেন। শুনানির সময় এজলাসে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। আধাসেনা থেকে শুরু আদালত চত্বরে ব্যারিকেডও লাগানো হয়েছে।
গত ১৮ এপ্রিল রাখি সিং, লক্ষ্মীদেবী, সীতা সাহু, মঞ্জু ব্যাস, রেখা পাঠক নামের এই পাঁচ পুণ্যার্থী জ্ঞানব্যাপী মসজিদ চত্বরে শ্রীনগর গৌরীর পুজোর আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হন।