Narendra Modi, Vladimir Putin, XI Jinping (Photo Credit: Instagram)

দিল্লি, ৪ জুলাই: সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন অর্থাৎ SCO-র আয়োজন করতে চলেছে ভারত। মঙ্গলবার SCO-র যে বৈঠক হবে, সেখানে অংশ নেবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনের শি জিনপিং। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবার SCO-র আয়োজন করা হয়েছে। ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমেই এবার বসবে  SCO-র বৈঠক।

প্রসঙ্গত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে হাজির হওয়ার কথা পকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফেরও। জঙ্গিদের মদত দেওয়ার অভিযোগে পাকিস্তান যখন প্রায় একঘরে হওয়ার অবস্থায় রয়েছে, সেই সময় মঙ্গলবার সে দেশের প্রধানমন্ত্রীর SCO-তে হাজিরার বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক মহল।

শুধু তাই নয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যখন SCO-র আয়োজন করা হয়, সেই সময় পাকিস্তান এবং চিন তাতে অংশ নিতে চায় বলে ইচ্ছা প্রকাশ করে।