Supreme Court (Photo Credits: ANI/X)

বিহারে বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ইতিমধ্যেই প্রকাশ হয়ে গিয়েছে। আগামী ৬ নভেম্বর বিহারে প্রথম দফার ভোটগ্রহণ হবে। তবে তার আগে এসআইআর (SIR) সংক্রান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি সুপ্রিম কোর্টে রয়েছে। আগামী ৪ নভেম্বর সেই মামলাগগুলির শুনানি রয়েছে। ফলে বিহার নির্বাচনে এসআইআর কী প্রভাব ফেলবে, তা নিশ্চিত করছে সুপ্রিম কোর্টের রায়ের ওপর। এরমধ্যে একটি মামলায় মামলাকারীর আবেদন, এসআইআরের মাধ্যমে যাঁদের নাম বাদ গিয়েছে এবং যাঁদের নাম যুক্ত হয়েছে, সেই তালিকা আলাদা আলাদাভাবে প্রকাশ করতে হবে।

সুপ্রিম কোর্টের নির্দেশের দিকে তাকিয়ে বাংলাও

এই মামলায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, সম্প্রতি এসআইআর সম্পন্ন হওয়ার পর নির্বাচন কমিশন ভোটারদের তথ্য প্রকাশ করতে দেরি করছে। ফলে এই বিষয়টি দ্রুততার সঙ্গে করার আবেদনও জানানো হবে এই মামলার শুনানিতে। এছাড়া আরও কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে। সবমিলিয়ে ভোটের আগে বিহারের এসআইআরের কী প্রভাব পড়ছে, এবং সেই রায় আগামীদিনে বাংলার নির্বাচনে কোনও প্রভাব ফেলতে পারে কিনা এখন সেটাই দেখার।

বিনামূল্যে আইনি সহায়তা

এর আগে বিহারে এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে যাঁদের ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে, তাঁদের বিনামূল্যে আইনি সাহায্য দেওয়ার কথা বলেছিল সুপ্রিম কোর্ট। এইজন্য লিগাল সার্ভিস অথোরিটিকে নির্দেশও দেয় আদালত। তারপর অনেকেই আবেদন করেছিলেন।