নতুন দিল্লি, ১৮ ডিসেম্বর: সম্প্রতি দেশের বিভিন্ন রাজ্যে কোভিড হাসপাতাল (COVID-19 Hospitals) সহ অন্য হাসপাতালে (Hospitals) আগুন লাগার ঘটনা ঘটেছে। আর এনিয়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে প্রতিমাসে সমস্ত হাসপাতালে অগ্নি নির্বাপক ব্যবস্থা খতিয়ে দেখার জন্য কমিটি গঠনের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। আদালত বলেছে, প্রতিটি রাজ্য সরকারকে হাসপাতালের অগ্নি নির্বাপক সুরক্ষার নিয়মাবলী মেনে চলতে নোডাল অফিসার নিয়োগ করতে হবে।
বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন বেঞ্চ বলেছে যে কোভিড হাসপাতালগুলিকে চার সপ্তাহের মধ্যে এনওসি নিতে হবে। এই নির্দেশ না মানলে সংশ্লিষ্ট হাসপাতালের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে রাজ্য সরকার। যেসব হাসপাতালের ফায়ার এনওসি শেষ হয়ে গেছে তাদের চার সপ্তাহের মধ্যেই এটি নতুন করে নিতে হবে। আরও পড়ুন: Coronavirus Cases In India: কমেছে সংক্রমণ, শুক্রবার ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে ৯৯.৭৯ লাখ
গত মাসে গুজরাতের রাজকোট শহরের একটি কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৬ রোগীর মৃত্যু হয়। ঘটনায় গুজরাত সরকারকে তীব্র ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট।