এসবিআই(Photo Credits: File Photo)

নতুন দিল্লি, ১৯ জুন: দেশের অন্যতম রাষ্ট্রায়ত্ত ব্যাংক এসবিআই (SBI) তার অনলাইন অ্যাপলিকেশনে বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে। সেকারণেই আগামী রবিবার সংশ্লিষ্ট ব্যাংকের গ্রাহকরা অনলাইন পরিষেবা পাবেন না। তা লেনদেনের কোনও কাজ বাকি থাকলে গ্রাহকদের তা আগেভাগে সেরে রাখার পরামর্শ দিয়ে টুইট করল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ২১ জুনই হল সেই দিন যেদিন এসবিআই-এর অনলাইন পরিষেবায় বড়সড় পরিবর্তন আসতে চলেছে। তাই ওই দিন অনলাইনে লেনদেন করলে টাকা হয়তো সময়ে পৌঁছবে না বা প্রয়োজনীয় কাজটি সম্পন্ন করতে পারবেন না গ্রাহক। তাই রবিবারের জন্য অনলাইনে কেনাকাটা বন্ধ রাখার অনুরোধ করা হয়েছে। আরও পড়ুন-Uttar Pradesh: বরেলিতে গ্রেপ্তার সন্দেহভাজন আলকায়দা জঙ্গি, ধৃতকে ট্রানজিট রিমান্ডে লখনউতে আনা হচ্ছে

গত ১৫ জুন এসবিআই নতুন একটি অ্যাপলিকেশন গ্রাহকদের জন্য লঞ্চ করেছে। সেটি হল Video Know Your Customer (VKYC)। এই VKYC ফিচারটি গ্রাহককে হ্যাশল ফ্রি অনলাইন পরিষেবা দিতে সহযোগিতা করবে। এই ফিচারটি কাজ শুরু করলে এসবিআই গ্রাহককে আর ব্যাংকিংয়ের সমস্যা মেটাতে কাগজের ব্যবহার করতে হবে না। অনলাইনেই হবে সমস্ত সমস্যার সহজ সমাধান।