Bombay High Court (Photo Credits: Wikimedia Commons)

নয়াদিল্লিঃ 'ভালবাসি' কথাটা কোনওভাবেই যৌন হেনস্থার (Sexual Harassment)আওতায় পড়ে না। 'ভালবাসার কথা প্রকাশ করলে তাতে কোনও যৌন অভিপ্রায় থাকে না বলে সাফ জানিয়ে দেয় উচ্চ আদালত। পকসো আইনের (POCSO Act) এক মামলার শুনানিতে এমনটাই পর্যবেক্ষণ বোম্বে হাইকোর্টের (Bombay High Court)। এই মামলায় নিম্ন আদালতের নির্দেশ খারিজ করে যুবককে মুক্তির নির্দেশ পর্যন্ত দেয় আদালত।

যৌন হেনস্থা নিয়ে বিশেষ রায় বম্বে হাইকোর্টের

জানা গিয়েছে, স্কুল থেকে ফেরার পথে এক ১৭ বছরের নাবালিকার পথ আটকায় এক যুবক। পথ আটকে নাবালিকাকে সে জানায়, তাঁকে ভালবাসে সে। নিজের ভালবাসার কথা জাহির করতেই তাঁর জায়গা হয়েছিল শ্রীঘরে। নাবালিকার অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করে পুলিশ। এরপর হাইকোর্টের দ্বারস্থ হন ওই অভিযুক্ত। এই মামলার রায়দানের সময় উচ্চ আদালত জানায়, "ভালবাসি কথাটা কোনওভাবেই যৌন হেনস্থা নয়।" এই কথায় কোনও যৌন অভিপ্রায় নেই। এটা কেবলই অনুভুতির প্রকাশ মাত্র।" রায়দানের মাধ্যমে অভিযুক্তকে বেকসুর খালাস করার নির্দেশ দেয় বিচারপতি ঊর্মিলা জোশীর বেঞ্চ।

 'ভালবাসি বলার মধ্যে কোনও যৌন অভিপ্রায় নেই' পকসো আইনে সাজাপ্রাপ্ত যুবককে বেকসুর খালাস করল বম্বে হাইকোর্ট