Akhilesh Yadav (Photo Credit: Twitter/ANI)

লখনউ, ৮ ফেব্রুয়ারি: উত্তরপ্রদেশে ক্ষমতায় এলে কৃষকদের ঋণ মুকুব থেকে ৩০০ ইউনিট বিনামূল্য বিদ্যুৎ সহ নানা বড় প্রতিশ্রুতি দিল সমাজবাদী পার্টি। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি-র ইস্তাহার প্রকাশে এসে পার্টির প্রধান অখিলেশ যাদব স্লোগান তুললেন, সত্যি কথা, অটুট প্রতিশ্রুতি। আজ, মঙ্গলবার সকালে উত্তরপ্রদেশে বিজেপি ইস্তাহার প্রকাশ করে। বিজেপি-র ইস্তাহারে কলেজে মহিলা পড়ুয়াদের বিনামূল্যে স্কুটি, লাভ জিহাদে ১০ বছরের জেলের কথা বলা হয়েছিল।

কিন্তু অখিলেশদের ইস্তাহার প্রতিশ্রুতিতে শাসক দল বিজেপিকে টেক্কা দিল। ক্ষমতায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ থেকে মহিলাদের শিক্ষায় সবটাই পুরোপুরি বিনা খরচে করার ঘোষণা করে অখিলেশ যাদব বাজিমাত করলেন। কৃষকদের জন্যও থাকল ঢালাও প্রতিশ্রুতি। কৃষক আন্দোলন নিহতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা দেওয়ার ঘোষণ া করা হল সমাজবাদী পার্টির ইস্তাহারে। চার বছরের মধ্যে কৃষকদের ঋণ মকুবও করা হল।

পাশাপাশি দু চাকার যানের মালিকদের মাসে বিনামূল্যে এক লিটার পেট্রোল, অটো চালকদের মাসে ৬ লিটার পেট্রোল ও ৩ কেজি সিএজি বিনামূল্যে দেওয়ার কথাও সমাজবাদী পার্টির ইস্তাহারে বলা হল। বিপিএল তালিকাভুক্তদের বছরে বিনামূল্য দুটি সিলিন্ডার দেওয়া হবে বলেও জানালেন অখিলেশ। মমতার 'মা' ক্যান্টিনের ঢঙে অখিলেশ সমাজবাদী ক্যান্টিন চালু করার কথাও ইস্তাহারে বললেন। যে ক্যান্টিনে মাত্র ১০ টাকা খরচ করলে খেতে পারবে মানুষ। আরও পড়ুন: ক্ষমতায় ফিরলে মহিলা পড়ুয়াদের ফ্রি-তে স্কুটি, লাভ জিহাদে ১০ বছরের জেলের কথা বিজেপির ইস্তাহারে 

২০১২ বিধানসভা নির্বাচনে জনগনের কাছে বড় আশীর্বাদ পেয়ে উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী হয়েছিলেন অখিলেশ যাদব। তবে পাঁচ বছর বিধানসভা নির্বাচনে বিজেপি-র হাতে একেবারে পরাস্ত হন মুলায়ম সিং যাদবের পুত্র। এবার তাঁর ফিরে আসার লড়াইয়ে সমর্থক মমতা ব্যানার্জি, সিপিএম সহ বাম দলেরা। ৪০৩ আসনের উত্তরপ্রদেশ বিধানসভায় শাসক দল বিজেপির চ্যালেঞ্জার সমাজবাদী পার্টি এবার প্রচারে ঝড় তুলেছে। জোট না করলেও অখিলেশের বিরুদ্ধে প্রার্থী দেয়নি কংগ্রেস। অখিলেশও তেমন গান্ধী গড়ে প্রার্থী দাঁড় করাননি। অখিলেশ যাদব নিজে প্রার্থী হয়েছেন কারহাল কেন্দ্র থেকে।

এক নজরে উ

মহিলাদের জন্য চাকরিতে ৩৩ শতাংশ সংরক্ষণ

বিপিএল তালিকাভুক্তদের বছরে বিনামূল্য দুটি সিলিন্ডার দেওয়া হবে

সুদ ছাড়া ঋণ

গ্রামীণ অর্থনীতির উন্নতিতে এক লক্ষ কোটি টাকার প্যাকেজ

প্রত্যেকটি বাড়িতে ৩০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুত।

একেবারে শুরু থেকে পোস্ট গ্র্যাজুয়েট পর্যন্ত মহিলাদের শিক্ষা পুরোপুরি বিনামূল্যে।

কৃষকদের সেচের জন্য বিনামূল্যে বিদ্যুত।

ক্ষমতা এলে চালু করা হবে সমাজবাদী ক্যান্টিন। যেখানে প্রতিটি মানুষকে ১০ টাকায় দেওয়া হবে খাবার।

কিষাণ বাজার বাড়ানো হবে।

প্রতিটি মণ্ডলে খাদ্য প্রক্রিয়াকরণের পরিকাঠামো গড়া হবে।

দু চাকার যান থাকা প্রত্যেককে মাসে এক লিটার করে পেট্রোল দেওয়া হবে।

অটো চালকদের ৬ লিটার পেট্রোল ও ৩ কেজি সিএনজি বিনামূল্যে প্রতি মাসে দেওয়া হবে।

গ্রামে আধুনিক পদ্ধতিতে চাষের জন্য যাবতীয় সাহায্য।

সমস্ত কৃষিজমিতে সেচের সুবিধার ব্যবস্থা করা।