নতুন দিল্লি, ২৫ ফেব্রুয়ারি: ইউক্রেনের (Ukraine) সঙ্গে আলোচনার জন্য পদস্থ কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল বেলারুসের রাজধানী মিনস্কে (Minsk) পাঠাতে প্রস্তুত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদমির পুতিন (Vladimir Putin)। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভকে উদ্ধৃত করে আজ একথা জানিয়েছে ভারতে নিযুক্ত রাশিয়ান দূতাবাস। শুক্রবার একটি নতুন ভিডিও বার্তায়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Ukraine's President Volodymyr Zelensky) আবারও রাশিয়ান নেতা ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বান জানিয়েছেন। রাশিয়ান ভাষায় জেলেনস্কি বলেন, "আমি আবারও রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে চাই। এখন সারা ইউক্রেনে যুদ্ধ চলছে। মানুষের মৃত্যু বন্ধ করতে আসুন আলোচনার টেবিলে বসি।"
এর আগে রাশিয়ার বিদেশমন্ত্রী সেরগেই ভিক্টোরোভিচ বলেন, ইউক্রেন অস্ত্র সংবরণ করলেই আলোচনায় রাজি হবে রাশিয়া(Russia)।
টুইট:
Russian President Vladimir Putin is ready to send a delegation of high-ranking officials to Minsk to hold talks with Kiev, Kremlin spokesman Dmitry Peskov has said. pic.twitter.com/C1PF1OJ6h0
— Russia in India 🇷🇺 (@RusEmbIndia) February 25, 2022
#BREAKING Kremlin says Putin 'ready' to send delegation to Belarus capital Minsk 'for talks with a Ukrainian delegation' pic.twitter.com/EGjPUX5vN4
— AFP News Agency (@AFP) February 25, 2022
রাশিয়া যখন শর্তসাপেক্ষে আলোচনার প্রস্তাব দেয়, ঠিক সেই সময় মুখ খুলতে দেখা গেল চিনকে (China)। এএফপির খবর অনুযায়ী, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং কথা বলেছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সঙ্গে। রাশিয়া যাতে ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসে সে বিষয়ে জিনপিংয়ের তরফে প্রস্তাব দেওয়া হয় রাশিয়ার প্রেসিডেন্টকে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ বিভিন্ন দেশের পুতিনের সঙ্গে কথা বলেন। তাঁকে ইউক্রনের সঙ্গে আলোচনায় বসার অনুরোধ জানান।