Russia-Ukraine War: ফের ত্রাতার ভূমিকায় সোনু সুদ, ইউক্রেন থেকে ভারতীয় পড়ুয়াদের ফেরানোর আপ্রাণ চেষ্টা অভিনেতার
Sonu Sood (Photo Credit: ANI/Twitter)

মুম্বই, ৩ মার্চ:  ফের রক্ষাকর্তার ভূমিকায় সোনু সুদ (Sonu Sood)। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন (Ukraine) থেকে ভারতীয় পড়ুয়াদের (Indian Student) ফেরানোর আপ্রাণ চেষ্টা শুরু করছে সোনু সুদের সংস্থা। ইউক্রেনের খারকিভে যখন বোমাবর্ষণ শুরু হয়, সেই সময় ওই শহর থেকে যাতে পড়ুয়াদের নিরাপদ জায়গায় নিয়ে যায়, সেই চেষ্টা শুরু করেন সোনু। পোলিস সীমান্ত হয়ে ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরানোর ব্যবস্থা করছে সোনু সুদের সংস্থা।

 

রিপোর্টে প্রকাশ, ভারতীয় পড়ুয়াদের যাতে পোলিস সীমান্তে নিয়ে আসা যায়, তার জন্য স্থানীয় ট্যাক্সির ব্যবস্থা করছে অভিনেতার সংস্থা। ওই ট্যাক্সিতে চেপে পড়ুয়ারা খারকিভের রেলওয়ে স্টেশনে পৌঁছচ্ছেন। এরপর খারকিভ (Kharkiv) থেকে ট্রেনে উঠে পড়ুয়ারা লিভ শহরে পৌঁছচ্ছেন। এরপর লিভ শহর থেকে কাউকে বাসে করে আলার কাউকে ফেরির মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে পোলিস সীমান্তে। সেখান থেকেই ভারতীয় দূতাবাস ওই পড়ুয়াদের উদ্ধার করছে বলে খবর।

আরও পড়ুন: Russia-Ukraine War: ইউক্রেনকে নতুন করে গড়ব, রাশিয়াকে এর ফল ভুগতে হবে, বললেন ভলোদিমির জেলেনস্কি

ভারতীয় পড়ুয়ারা যখন বিপদে, সেই সময় সোনু যাতে তাঁদের পোল্যান্ডে (Poland) সীমান্তে নিয়ে যেতে পারেন, তার আপ্রাণ চেষ্টা করছেন বলে খবর।