নতুন দিল্লি, ১৯ মার্চ: করোনাভাইরাসের আতঙ্কে দিশেহারা ভারত। দেশের বিভিন্ন প্রান্তে প্রতিদিন নতুন রোগীর সন্ধান পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতিতে করোনা আক্রান্তের চিকিৎসার জন্য ওপিডি স্থগিতের পথে হাঁটল দেশের এক নম্বর হাসপাতাল এইমস (AIIMS administration)। দিল্লির এইমস কর্তৃপক্ষের তরফে ওপিডি রোগীদের কাছে আবেদন জানানো হয়েছে, একান্ত জরুরি না হলে তাঁদের অ্যাপয়েন্টমেন্ট ক্যানসেল করে দিন। এবং যাঁরা ইলেক্টিভ অপারেশনও আপাতত বাতিল থাকছে। যতদিন না এনিয়ে পরবর্তী নির্দেশিকা জারি হবে ততদিন ইলেক্টিভ অপারেশন হবে না রাজধানীর এইমসে। কোভিড-১৯ এর মত মারণ ভাইরাস রোধে ইতিমধ্যেই জরুরি বৈঠক সেরেছেন এইমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়া।
বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, যত ওপিডি রোগীর অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। তাঁদের রেজিস্টার্ড ফোন নম্বরে এসএমএস করে অপারেশন স্থগিত রাখার কথা বলা হবে। একান্ত জরুরি নাহলে অপারেশন এখন নয়। কারণ করোনাভাইরাসের ত্রাসে প্রতিদিন রোগীর সংখ্যা বাড়ছে। এই মারত্মক ছোঁয়াচে রোগের হাত থেকে বাঁচতে আপনার সুরক্ষা ও স্বাস্থ্যের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী মাসে যেসব রোগীর অপারেশনের দিন ধার্য হয়েছিল, তাঁদের প্রত্যেককেই এই মেসেজ পাঠানো হবে। আর একটি নির্দেশিকায় সফদরজং হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ইলেক্টিভ অপারেশনও তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। করোনা ত্রাসেই রোগীর সংখ্যা বাড়ছে। তাই পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত অপারেশন বন্ধ থাকবে। আরও পড়ুন- Google Celebrates Spring With A Doodle: ভারতে বসন্তকাল, ডুডলে তারই আগমন ধ্বনির বার্তা দিল গুগল
এই অপারেশন বন্ধ রাখার নির্দেশিকা হাসপাতালের সমস্ত বিভাগের প্রধানকেই পাঠানো হয়েছে। দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ১০। এর মধ্যে একজন আবের বিদেশি।