Reuters, Global Times and TRT X Account Ban In India (Photo Credits: X)

Reuters X Account Ban In India: আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স-এর (Reuters) এক্স হ্যান্ডেল ভারতে বন্ধ রাখা হয়েছে। ৫ জুলাই, শনিবার সন্ধ্যা থেকে ভারতে রয়টার্স এবং রয়টার্স ওয়ার্ল্ডের এক্স অ্যাকাউন্টগুলি আর খোলা যাচ্ছে না। রয়টার্সের এক্স হ্যান্ডেলটি খোলার চেষ্টা করা হলে একটি বার্তা দেখানো হচ্ছে যেখানে উল্লেখ রয়েছ, আইনি দাবির কারণে এই অ্যাকাউন্টটি ব্লক রাখা হয়েছে। তবে কেবল রয়টার্সই নয়, তুরস্কের ব্রডকাস্টার সংস্থা টিআরটি (TRT) অর্থাৎ তুর্কি রেডিও অ্যান্ড টেলিভিশন কর্পোরেশন এবং চিনা সংবাদপত্র 'গ্লোবাল টাইমস'এর (Global Times) এক্স অ্যাকাউন্টও বন্ধ রয়েছে ভারতে। আর প্রত্যেকটির ক্ষেত্রেই একই বার্তা দেখানো হচ্ছে, 'আইনি দাবির কারণে এই অ্যাকাউন্টটি ব্লক করা হয়েছে'।

ভারতে বন্ধ ৩ আন্তর্জাতিক সংবাদমাধ্যমের এক্স অ্যাকাউন্ট

এই বিষয়টি প্রকাশ্যে আসার পরই জল্পনা ছড়াতে শুরু করেছে। অনেকেই অনুমান করেছিলেন যে, ভারত সরকার ওই আন্তর্জাতিক তিন সংবাদমাধ্যমের এক্স অ্যাকাউন্ট দেশে নিষিদ্ধ করেছে। জাতীয় নিরাপত্তার কারণেই সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে! তবে সেই অনুমান ভুল। কেন্দ্রীয় সরকার এই বিষয়ে তাদের ভূমিকা অস্বীকার করেছে।

সরকারের তরফে স্পষ্ট ভাবে জানানো হয়েছে, রয়টার্সই, টিআরটি এবং গ্লোবাল টামসের এক্স অ্যাকাউন্ট ভারতে বন্ধ হওয়ার পিছনে তাদের কোন ভূমিকা নেই। কেন্দ্রের তরফে কোনরকম আইনি আদেশ ওই সংবাদমাধ্যমগুলোকে দেওয়া হয়নি।

'আইনি দাবির কারণে এই অ্যাকাউন্টটি ব্লক করা হয়েছে'

ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রকের একজন সরকারি মুখপাত্র জানান, এই সমস্যা সমাধানের জন্য এক্স-এর সঙ্গে ক্রমাগত যোগাযোগ করা হচ্ছে। কারণ জানা গেলে তা সামনে আনা হবে।