২৬ জানুয়ারি, বুধবার ভারতের প্রজাতন্ত্র দিবস (Republic Day)। ১৯৪৭ সালের ১৫ অগাস্ট স্বাধীন হয় আমাদের দেশ ভারত। তবে দেশ স্বাধীন হওয়ার পরই ভারতের সংবিধান কার্যকর হয়নি। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি কার্যকর হয় ভারতের সংবিধান। এরপর থেকেই প্রজাতান্ত্রিক ও গণতান্ত্রিক ভারত হিসেবে পরিচিত হয় এই দেশ। ভারতের প্রথম রাষ্ট্রপতি (First president of India) রাজেন্দ্র প্রসাদ (Rajendra Prasad) ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ২১ বন্দুকের স্যালুট দিয়ে উত্তোলন করেন ভারতীয় পতাকা। এরপর থেকেই প্রতি বছর ২৬ জানুয়ারি দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়।

প্রত্যেক ভারতীয়র কাছে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। এই বছর ভারতের ৭৫ তম প্রজাতন্ত্র দিবস। প্রতি বছরের মতো এই বছরও দেশ জুড়ে পতাকা উত্তোলন করার পাশাপাশি কুচকাওয়াজ ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ধুমধাম করে পালন করা হবে প্রজাতন্ত্র দিবস। স্কুল-কলেজে হোক বা পাড়ার কোনও প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠান, মাইক হাতে বক্তব্য রাখতে দেখা যায় বহু মানুষকে। আপনারও কী ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বক্তব্য রাখার নেমন্তন্ন এসেছে? কি বলবেন বুঝতে পারছেন না? তাহলে পড়ে নিন এই লেখাটি...

ভারত আমাদের মাতৃভূমি। এদেশে জন্ম নিয়েছেন অসংখ্য জ্ঞানী গুণী ব্যক্তিত্বরা। তাঁদের চরণ স্পর্শে ধন্য হয়েছে এই দেশ। হাজার হাজার মানুষ একদিন নিজেদের জীবনের তোয়াক্কা না করে ব্রিটিশ শাসনের হাত থেকে দেশ স্বাধীন করার লড়াইয়ে নেমেছিলেন। শহীদের রক্ত, যায়নি ব্যর্থ। তাঁদের অসীম সাহস ও আত্মত্যাগের বিনিময়ে স্বাধীন হয় আমাদের দেশ ভারত। প্রজাতন্ত্র দিবসে সেই হাজার হাজার স্বাধীনতা সংগ্রামীদের বলিদানের প্রতি রইল সশ্রদ্ধ প্রণাম। এমন এক সুন্দর দেশের অংশ হতে পেরে আনন্দিত ও গর্বিত। সকল গর্বিত ভারতবাসীদের প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা।