Indian Army on 7200 Ft Photo Credit: Twitter@AHindinews

গোটা দেশ ২০২৩ সালের প্রজাতন্ত্র দিবস উদ্দীপনার সাথে উদযাপন করছে অপরদিকে, সমুদ্রপৃষ্ঠ থেকে ৭২০০ ফুট উঁচুতে সাদা বরফের চাদরে, শূন্য থেকে কয়েক ডিগ্রি সেলসিয়াসের নিচের তাপমাত্রায় রক্ত ​​জমাট ঠাণ্ডায় সেনাবাহিনীর সদস্যরা গোটা দেশকে রক্ষা করতে পুরোপুরি প্রস্তুত।

প্রজাতন্ত্র দিবসের সকালে একটি ভিডিও সামনে এসেছে যেখানে ভারুতভারী তুষারপাতের মধ্যে৭২০০ ফুট উচ্চতায় ভারতীয় সেনাবাহিনীর শেষ পোস্টে ভারতীয় সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে। ভিডিওতে নিয়ন্ত্রণ রেখার ওপারে পাকিস্তানের দখলকৃত এলাকা থেকে পাকিস্তান যেন কোনো জঘন্য কাজ করে প্রজাতন্ত্র দিবস উদযাপনে ব্যাঘাত ঘটাতে না পারে, তাই প্রতিকূল আবহাওয়াতেও দেশকে রক্ষা করার জন্য সেনাবাহিনী নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে প্রস্তুত। পাহাড়ের চেয়ে এবং আকাশের চেয়েও উঁচু মনোবল নিয়ে এই প্রতিকুল আবহাওয়াতেও এই সৈন্যদের একমাত্র লক্ষ্য শত্রুর প্রতিটি ঘৃণ্য কাজে নজর রাখা এবং দেশকে রক্ষা করা।

দেখুন সেই ভিডিও