দিল্লি, ১৪ এপ্রিল: তাহাউর রানাকে (Tahawwur Rana) জোর কদমে জেরা করা হচ্ছে। এনআইএ-র (NIA) তরফে তাহাউর রানাকে প্রতিদিন দীর্ঘক্ষণ ধরে জেরা করা হচ্ছে। নিজেদের হেফাজতে নিয়ে তাহাউর রানাকে প্রতিদিন ৮ থেকে ১০ ঘণ্টা করে জেরা করছে এনআই এ। ২০০৮ সালে মুম্বইতে (Mumbai Attack) যে ভয়াবহ হামলা চালানো হয়, সে বিষয়ে কার কার মাথা ছিল, কীভাবে পরিকল্পনা হয়, সেই সব বিষয়ে পাকিস্তানি জঙ্গিকে এক নাগাড়ে প্রশ্ন করছে ন্যাশানাল ইনভেস্টিগেশন এজেন্সি। সংবাদ সংস্থা পিটিআইয়ের তরফে এমন খবর প্রকাশ্যে আসছে।
জানা যাচ্ছে, এনআইএর জেরায় সাহায্য করছে তাহাউর রানা। এনআইএর প্রধান তদন্তকারী অফিসার জয়া রায় ১০ ঘণ্টা ধরে প্রশ্নবাণে বিদ্ধ করছেন পাকিস্তানি জঙ্গিকে।
২০০৮ সালে মুম্বইয়ের বাস স্টেশন, বিলাসবহুল হোটেল এবং একটি ক্যাফেতে হামলা চালায় লস্কর-ই-তইবার একটি জঙ্গি দল। ১০ জনের ওই দলকে ভারতে পাঠিয়ে বাণিজ্য নগরীতে মৃত্যুর আতঙ্ক ছড়িয়ে দেয় পাকিস্তানি জঙ্গি () ডেভিড কোলম্যান হেডলি। ডেভিডের সঙ্গী হিসেবেই তাহাউর রানা কাজ করত। ফলে মুম্বই হামলার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে তাহাউর রানার নাম উঠে আসে।
দীর্ঘ কয়েক বছর অপেক্ষার পর অবশেষে কানাডার নাগরিক, পাকিস্তানি বংশোদ্ভুদ তাহাউরকে ভারতে নিয়ে আসতে পেরেছে বিদেশ মন্ত্রক। ভারতে পা দেওয়া ইস্তক রানাকে দীর্ঘক্ষণ জেরা শুরু করেছে এনআইএ।
প্রসঙ্গত ২০০৮ সালের মুম্বই হামলায় ১৬৬ জনের মৃত্যু হয়। আহত হন ২৩০ জন। মুম্বই হামলার সেই ঘা এখনও দগদগে। তাই তাহাউর রানাকে জেরার পর কোন কোন তথ্য উঠে আসে, সেদিকে তাকিয়ে গোয়েন্দারা।