Uttar Pradesh: ১০০ কোটি টাকার উপরে মদ বিক্রি, ৪০ দিনের লকডাউনের পর রেকর্ড গড়ল উত্তরপ্রদেশ

লখনউ, ৫ মে: ৪০ দিনের লকডাউনে বন্ধ বাজারহাট। সুরাপায়ীরা পড়েছিল বেজায় বিপাকে। সোমবার মদের দোকান খুলতেই সারাদিনে ১০০ কোটিরও বেশি মূল্যের মদ বিক্রি হল উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। গোটা রাজ্যজুড়ে দেখা গেল মদের দাকোনার সামনে লম্বা লাইন। দীর্ঘ দিন শুকিয়ে থাকার পর খুলেছে মদের দোকান, তাই সেখানে মানুষের গাদাগাদি ভিড়। সবাই চাইছে কাঙ্খিত পানীয়টির দখল নিতে। স্বাভাবিক ভাবেই করোনাত্রস্ত দেশে মদের দোকানের সামনের লাইনকে কেন্দ্র করে সামাজিক দূরত্ব বজায় রাখা বিপত্তির হয়ে দাঁড়ায় গতকাল। তবে বিকেলেই দোকানদার ঝাঁপ বন্ধ করে দেন। কেননা, ঝড়ের বেগে সবই বিক্রি হয়ে গিয়েছে।

তৃতীয়দফার লকডাউনে বেশকিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে গোটা দেশেই। গ্রিন জোনে নির্দিষ্ট সময়ের জন্য খুলছে দোকানপাট। মদের দোকান খুলতেই পড়েছে হুড়োহুড়ি। উত্তরপ্রদেশের আবগারি দপ্তরের কর্তাদের কথায় সোমবার মদের দোকান খুলতেই ১০০ কোটি টাকারও বেশি উপার্জন হয়েছে রাজ্যজুড়ে। যা রেকর্ড বলা যেতে পারে। এমনিতেসাধারণত ৭০-৮০ কোটি টাকার উপার্জন হয়। শুধুমাত্র লখনউতেই চার থেকে ৫ ঘম্টার মধ্যে ৬.৩ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। আরও পড়ুন- 2020 Pulitzer Prize: ৩৭০ ধারা বিলোপের পর কেমন ছিল কাশ্মীর, ছবি তুলে পুলিৎজার জয়ী উপত্যকার ৩ চিত্র সাংবাদিক

দেশের বিভিন্ন প্রান্তে মদের দোকানের সামনে দেখা গিয়েছে দীর্ঘ লাইন। দিল্লির আপ সরকার মদের উপরে ৭০ শতাংশ অতিরিক্ত কর বসিয়েছে। একে বলা হচ্ছে বিশেষ করোনা ফি। করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে দীর্ঘ লকডাউন চলছে। এর ফলে সরকারি রাজস্বে টান পড়েছে। গতকাল মদের দোকান খুলতেই সুরাপায়ীদের হুড়োহুড়ি পড়ে যায়। তাই দেখেই অতিরিক্ত করোনা কর বসিয়েছে কেজরিওয়াল সরকার।