দিল্লি, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) শপথের সন্ধ্যায় জঙ্গি হামলা জম্মু কাশ্মীরের (Jammu And Kashmir) রিয়াসিতে (Reasi)। জম্মু কাশ্মীরর রিয়াসিতে জঙ্গি হামলার পর সেখানে কড় নিরাপত্তা জারি করা হয়েছে। রিয়াসিতে যাতে কোনওভাবে আর নিরাপত্তার খামতি না হয়, তার জন্য সকাল থেকে আকাশে চক্কর কাটছে হেলিকপ্টার। পাশাপাশি রিয়াসি উধমপুরের ডিআইসি রইস মহম্মদ ভাট ঘটনাস্থলে পৌঁছেছেন। গোটা এলাকা ঘিরে ধরে, সেখানে তল্লাশি চালানো হচ্ছে। প্রসঙ্গত রবিবার রিয়াসিতে যে জঙ্গি হামলা চলে, তার জেরে পরপর ১০ জন প্রাণ হারান বলে জানা যায়। যা নিয়ে শোকের ছায়া নেমে আসে। ১০ জনের মৃত্যুর পাশাপাশি মোট ৩৩ জন আহত।
দেখুন রিয়াসির বর্তমান অবস্থা...
#WATCH | Jammu and Kashmir: Visuals from the spot in Reasi where a bus was attacked by terrorists yesterday
DIG Reasi Udhampur range Rayees Mohammad Bhat reached the spot; 10 people lost their lives and several were injured in the terror attack.
(Visuals deferred by… pic.twitter.com/SRWRrMiNRH
— ANI (@ANI) June 10, 2024
কাটারায় শিব কোহরিতে যাওয়ার সময় তীর্থযাত্রীদের একটি বাস লক্ষ্য করে গুলি চালানো হয়। প্রকাশ্যে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। প্রকাশ্যে গুলি চালানোর জেরে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ঘটনার আকষ্মিকতায় প্রত্যেকে ঘাবড়ে যান। জঙ্গিদের গুলির জেরে ঘটনাস্থলেই এরপর ১০ জনের মৃত্যু হয়। পুলিশ সঙ্গে সঙ্গে উদ্ধার কাজ শুরু করে। আহতদের নিয়ে ভর্তি করা হয় হাসপাতালে।