Photo Credits: ANI

নয়াদিল্লি: গ্লোবাল ফিনান্স সেন্ট্রাল ব্যাঙ্কার রিপোর্ট কার্ড ২০২৩ (Global Finance Central Banker Report Cards 2023) প্রকাশ পাওয়ার পরেই অভিনন্দনের জোয়ারে ভাসছেন ভারতের রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস (RBI Governor Shaktikanta Das)। এবছরের রিপোর্ট কার্ডে A+ দেওয়া হয়েছে তাঁকে। পাশাপাশি ব্যাঙ্কিং পরিষেবা ক্ষেত্রে বিশ্বের সেন্ট্রাল ব্যাঙ্কগুলির সেরা তিন গভর্নরের মধ্যে জায়গা করে নিয়েছেন। বিষয়টি জানতে পেরেই টুইট করে শক্তিকান্ত দাসকে অভিনন্দন (congratulate) জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)।

রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়ার এক্স অ্যাকাউন্ট থেকে শেয়ার করা পোস্টকে রিটুইট করে তিনি লিখেছেন, "আরবিআই-এর গভর্নর শ্রী শক্তিকান্ত দাস আপনাকে অভিনন্দন জানাই। ভারতের (India) জন্য এটা খুবই গর্বের মুহূর্ত (proud moment)। বিশ্বের মঞ্চে (global stage) আমাদের আর্থিক নেতৃত্বকে (financial leadership) প্রতিফলিত করে। কাজের প্রতি তাঁর ডেডিকেশন (dedication) এবং দূরদৃষ্টি (vision) আমাদের দেশের বৃদ্ধির গতিপথকে (nation's growth trajectory) শক্তিশালী (strengthen) করে চলেছে।" আরও পড়ুন: Rahul Gandhi: ব্রিটিশরা 'কংগ্রেস মুক্ত' ভারত গড়তে ব্যর্থ, মোদী কীভাবে পারবেন! দলীয় বৈঠকে রাহুলের হুঙ্কার