উইকেন্ডের রাতে হায়দরাবাদে (Hyderabad) রেভ পার্টি। আর তাতেই দেদার ব্যবহার হচ্ছিল এলএসডি, ম্যাজিক মাসরুম, ওজি কুশ, চরস, গাঁজার। আচমকাই সেই রেভ পার্টিতে হল পুলিশ ও আবগারি বিভাগের যৌথ হানা। উদ্ধার বিপুল পরিমাণের নিষিদ্ধ মাদক। সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। এই অভিযানে গ্রেফতার ৯ অভিযুক্ত। তাঁদের রবিবারই আদালতে পেশ করা হয়। যদিও ওই পার্টি থেকে পলাতক দুই যুবক। তাঁদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। এই দামী মাদকগুলি কোথা থেকে এল সেটা জানার চেষ্টা করছে তদন্তকারীরা।

উদ্ধার অসংখ্য মাদক

জানা যাচ্ছে, শনিবার কোন্ডাপুরে গভীর রাতে একটি হোটেলে তল্লাশি অভিযান চালায় আধিকারিকরা। আর তাতেই উদ্ধার হয় ২.০৮ গ্রাম গাঁজা, ৫০ গ্রাম ওজি কুশ, ১১.৫৭ গ্রাম ম্যাজিক মাসরুম, ১.৯১ গ্রাম চরস, ৪টি এলএসজি ব্লট। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, ডার্ক ওয়েবের মাধ্যমে মাদক সরবরাহ করেছিল ধৃত যুবকরা। ধৃতদের এখনও জেরা করে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ।

পরিচয় জানা গিয়ে অভিযুক্তদের

পুলিশসূত্রে খবর, ধৃত যুবকদের পরিচয় জানা গিয়েছে। এদের মধ্যে মূল অভিযুক্ত রাহুল ডার্ক ওয়েবের মাধ্যমে মাদক অর্ডার করা হয়েছিল। আর উন্নতি ইমানুয়েলা ওরফে প্রবীন সেই মাদক সংগ্রহ করে পার্টিতে এনেছিল। ধৃতদের মধ্যে রয়েছে় অশোক নায়ডু, সাম্মিলা সাই কৃষ্ণ, নাগিল্লা লীলা মনিকান্ত, হিল্টন জোসেফ, যশবন্ত শ্রীদত্ত, থোডা কুমারস্বামী, নন্দম সুমন্ত তেজা। পলাতক দুই অভিযুক্তের নাম শ্রীনিবাস চৌধুরি ও অখিল। এরা সকলেই অন্ধ্রপ্রদেশের বাসিন্দা