নয়াদিল্লিঃ আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে (RG Kar Medical College and Hospital) পড়ুয়া চিকিৎসককে খুন এবং ধর্ষণের (Rape)ঘটনায় যখন উত্তাল গোটা রাজ্য, তখন ঝাড়খণ্ডে (Jharkhand) ঘটে গেল আরও একটি মর্মান্তিক ঘটনা। নার্সারির একটি শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল স্কুলের ভ্যান চালকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের জামশেদপুরের (Jamshedpur)পূর্ব সিংভূম জেলার ম্যাঙ্গো এলাকায়। নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে ভ্যান চালককে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম জয়শ্রী তিওয়ারি। বয়স ৩০। জানা গিয়েছে, গত শুক্রবার ৩ বছরের শিশুটি স্কুল থেকে ফিরে মাকে জানায় তার পেটে অসহ্য ব্যথা করছে। এরপরই মায়ের কাছে সে গোটা অত্যাচারের কথা জানায়। সঙ্গে-সঙ্গে পুলিশের দ্বারস্থ হন শিশুর মা। এরপরই সিনিয়র সুপারিনটেনডেন্ট কিশোর কৌশল একটি বিশেষ পুলিশ দল গঠন করেন এবং পকসো আইন অনুযায়ী অপরাধীকে গ্রেফতারের নির্দেশ দেন। এফআইআর করার তিন ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে আটক করে পুলিশ। পকসো আইনের অধীনে তার বিরুদ্ধে একাধিক মামলা রুজু হয়। বাজেয়াপ্ত করা হয় স্কুল ভ্যানটি। নির্যাতিতা শিশুটির সঙ্গে বাড়িতে গিয়ে কথা বলেন একজন মহিলা পুলিশ অফিসার। সেদিন ঠিক কী হয়েছিল তা নিজের মুখেই জানায় শিশুটি। ইতিমধ্যেই তিন বছর বয়সী নির্যাতিতার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।
3-Year-Old Student Raped By School Van Driver, 30, In Jharkhand: Police https://t.co/ezCSToMM43 pic.twitter.com/MjkhQQ1nnp
— NDTV News feed (@ndtvfeed) August 11, 2024