Ayodhya Ram Temple (Photo Credit: ANI/Twitter)

অযোধ্যা, ২৫ জানুয়ারি: উদ্বোধনের পর থেকে রাম মন্দিরে ভিড় উপচে পড়তে শুরু করেছে। ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের পর থেকে ওই চত্বরে যে হারে মানুষের ভিড় বাড়তে শুরু করেছে, তা সামলাতে হিমশিম কাচ্ছে পুলিশ। রাজ্য পুলিশের পাশাপাশি সিআরপিএফ এবং আরএএফের কর্মীদের মোতায়েন করা হয়েছে মন্দির চত্বরে। সিআরপিএফ এবং আরএএফের কর্মীদেরও হিমশিম খেতে হচ্ছে রাম মন্দিরে ভিড় সামলাতে। রিপোর্টে প্রকাশ, মন্দির চত্বর থেকে ১৫ কিলোমিটার দূর থেকে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর কর্মীদের মোতায়েন করা হয়েছে। ওই এলাকা জুড়ে কোনও মানুষ যে প্রবেশ করতে পারবে না, তা জানানো হয়েছে। পাশাপাশি গাড়ি, বাসের পাশাপাশি যে ট্রেনগুলি অযোধ্যামুখী, সেগুলিকেও বিভিন্ন সময়ে বাতিল করা হচ্ছে। ভিড় সামলা দিতেই উত্তরপ্রদেশ প্রশাসনের তরফে এই ধরনের ব্যবস্থা করা হচ্ছে বলে খবর।

আরও পড়়ুন: Ayodhya Ram Temple: রামলালা দর্শনে হাজির কয়েক লক্ষ মানুষ, মন্দিরের সামনে অসুস্থ ব্যক্তি

অযোধ্যার কমিশনার জানান, তাঁরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন। ফৈজাবাদ পর্যন্ত গাড়ি চলাচালের অনুমতি দেওয়া হচ্ছে কিন্তু অযোধ্যায় নয়। অযোধ্যার দিকে যাতে ট্রাফিক না থাকে, সেই ব্যবস্থাই করা হচ্ছে বলে জানানো হয় প্রশাসনের তরফে।