Ayodhya Ram Mandir (Photo Credits: Twitter)

অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পরই লোকসভা নির্বাচনে যাবে নরেন্দ্র মোদী সরকার। এমন জল্পনা চলছে। এরই মাঝে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র ঘোষণা অযোধ্যায় মহা রাম-মন্দির জানুয়ারিতে তৈরি হয়ে যাবে। এরপর তিনি ইন্ডিয়া জোটকে তোপ দেগে বলেন, রাম মন্দির তৈরির কাজ বিরোধীরা রুখতে পারবে না। আগামী বছর জানুয়ারিতেই রামের জন্মভূমিতে তৈরি হবে রাম মন্দির। দীর্ঘদিন ধরে অযোধ্যায় যাতে রাম মন্দির তৈরির কাজ আটকে রেখেছিল কংগ্রেস। এমন অভিযোগও করেন শাহ।  প্রসঙ্গত, রামনগরী অযোধ্যায় দিন রাত ভগবান রামলালার মন্দির নির্মাণের কাজ দ্রুত গতিতে চলছে।

অযোধ্যায় রাম মন্দির গঠনের প্রতিশ্রুতি রাখাটা আসন্ন লোকসভা নির্বাচনের প্রচারে বিজেপির বড় হাতিয়ার হতে চলেছে। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট ২০২০ সালের মার্চ মাসে রাম মন্দির নির্মাণের প্রথম ধাপ শুরু করেছিল। রাম মন্দিরে মোট পাঁচটি মণ্ডপ থাকবে। এর পিছনে থাকবে সিংহদ্বার বা প্রবেশদ্বার। মন্দিরের গঠন এমন যে সেখানে ৩৯২ টি স্তম্ভ থাকবে, যার গড় উচ্চতা ২০ ফুট।

দেখুন টুইট

প্রসঙ্গত, ২০১৯ সালের নভেম্বরে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় অযোধ্যায় তৈরি হবে রাম মন্দির। মুসলিমদের জন্য বিকল্প জমির ব্যবস্থা করতে বলা হয়। ২০২০ সালের অগাস্টে অযোধ্যায় রামমন্দির ভূমিপুজো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২১ সালের দীপাবলিতে রাম মন্দিরের ছোট আকারের প্রতিলিপি তৈরি করা হয়েছিল।