Rakhi Sawant (Photo Credit: Instagram)

মুম্বই, ২৫ সেপ্টেম্বর: মথুরা থেকে ভোটে লড়তে পারেন বলিউডের তারকা অভিনেত্রী কঙ্গনা রানওয়াত। এই কথা শুনে চটে গিয়ে মথুরার বিজেপি-র বলিউড সেলেব সাংসদ হেমা মালিনী তুলেছিলেন রাখি সাওয়ান্তের কথা। কঙ্গনাকে ঘুরিয়ে কটাক্ষ করে হেমা বলেছিলেন, এবার হয়তো রাখি সাওয়ান্তও ভোটে লড়তে আসবেন।

হেমার এই মন্তব্যের জবাব দিলেন বলিউডের আইটেম গার্ল রাখি সাওয়ান্ত। রাখি কটাক্ষের সুরে বললেন, " হেমা মালিনী জি আমায় ইতিমধ্যেই প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। এর জন্য ওনাকে ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাতে চাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমার ওপর এত বড় দায়িত্ব দেওয়ায়।"কটাক্ষের কথা বলার পর রাখি সাওয়ান্ত বলেন, তিনি ২০২৪ লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে কার বিরুদ্ধে প্রার্থী হবেন তা ঠিক করেননি। এরপর রাখি বলেন, চা ওয়ালা হয়ে নরেন্দ্র মোদী যদি প্রধানমন্ত্রী হতে পারেন, তাহলে আমি কেন মুখ্যমন্ত্রী হতে পারবো না! আরও পড়ুন- শুক্রে শশী থারুরের মনোনয়ন

দেখুন টুইট

২০১৪ লোকসভা ভোটে লড়ে মুম্বই উত্তর পশ্চিম কেন্দ্রে মাত্র ২ হাজার ভোটে পেয়েছিলেন রাখি। ২০১৯ লোকসভাতেও খারাপভাবে হারেন বলিউডের পরদেশীয়া গার্ল।