
রাজ্যসভা নির্বাচনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করলো ডিএমকে। আগামী ১৯ জুন রাজ্যসভা নির্বাচন, আর আগে বুধবার দ্রাবিড় মুন্নেত্র কাজগম (বিএমকে) নিজেদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। তামিলনাড়ুর ৬টি আসনের মধ্যে চারটিতে ডিএমকে-র সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, আর বাকি দু'টিতে এআইএডিএমকে-র সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের জোট অনুসারে কমল হাসানের দল মাক্কাল নিধি মাইয়াম (এমএনএম)-কে একটি আসন বরাদ্দ করা হয়েছে। তিনজন ডিএমকে মনোনীত প্রার্থী হলেন পি. উইলসন, এস.আর. শিবালিঙ্গম এবং রোকায়া মালিক (যাকে কবিগনার সালমাও বলা হয়)।
Tamil Nadu | Salma, Advocate P Wilson and SR Sivalingam have been announced as .
One seat has been allocated to Makkal Needhi Maiam as per the earlier agreement. pic.twitter.com/BLw8g1j3Pg
— ANI (@ANI) May 28, 2025
এদিকে, মাক্কাল নিধি মাইয়াম (এমএনএম) দলের কার্যনির্বাহী কমিটি এবং সাধারণ পরিষদ সর্বসম্মতিক্রমে ১৯ জুনের আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য দলের সভাপতি কমল হাসানকে প্রার্থী হিসেবে মনোনীত করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তটি ২০২৪ সালের সংসদীয় নির্বাচন চুক্তি অনুসারে ডিএমকে এবং এমএনএম-এর মধ্যে আসন ভাগাভাগি চুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যার অধীনে এমএনএম-কে একটি রাজ্যসভা আসন বরাদ্দ করা হয়েছে। কমিটি আসন্ন নির্বাচনে কমল হাসানকে পূর্ণ সমর্থন দেওয়ার জন্য ডিএমকে-নেতৃত্বাধীন জোটের অংশীদারদের প্রতি আহ্বান জানিয়ে একটি প্রস্তাবও পাস করেছে।