কুস্তিগীর ভিনেশ ফোগাটের (Vinesh Phogat) ইস্যু নিয়ে বৃহস্পতিবার তুমুল হট্টোগোল চলল রাজ্যসভায়। কার্যত তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েনের (Derek O'Brien) ব্যবহারে ক্ষুব্ধ হয়ে হাউস ছেড়ে বেরিয়ে গেলেন চেয়ারম্যান জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। অন্যদিকে রাজ্যসভা ওয়াকআউট করলেন বিরোধী সাংসদরা। এদিন ভিনেশের প্যারিস অলিম্পিকে ম্যাচ বাতিলকে কেন্দ্র করে প্রথম আলোচনার প্রস্তাব রাখেন কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে। কিন্তু শুরুতেই তা থামিয়ে দেন ধনখড়। এই নিয়ে তৃণমূল সাংসদ কিছু বলতে গেলে প্রথমে তাঁকে থামানো হয়। তবে ডেরেক নাছোরবান্দা হয়ে এই নিয়ে মন্তব্য করতে গেলে আচমকাই চটে যান ধনখড়। এরপর কার্যত ধমকের সুরে তাঁকে হুশিয়ারি দেন চেয়ারম্যান। আর তারপরেই শুরু হয় তুমুল হই হট্টোগোল। তারপরেই সংক্ষিপ্ত বক্তব্য রেখে হাউস ছেড়ে বেরিয়ে যান ধনখড়।
এদিন ডেরেকের উদ্দেশ্যে ধনখড় বলেন, "আপনি চেয়ারকে অপমান করছেন। আপনার আচরণ অত্যন্ত কুৎসিত। আমি আপনার আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি। এরকম আচরণ আবার করলে আপনাকে রাজ্যসভা থেকে বের করে দেব। আপনার এই চেয়ারকে সম্মান জানানো উচিত। এই আচরণ একেবারেই গ্রহণযোগ্য নয়। ভিনেশের জন্য আমরা সবাই শোকাহত। ওঁর ঘটনা নিয়ে কোনও রাজনীতি হবে না। ওঁকে আমরা সকলেই সমর্থন করব। বিনেশের যা প্রাপ্য উনি তাই পাবেন"।
#WATCH | Rajya Sabha Chairman Jagdeep Dhankhar stopped presiding over the House for a brief while and left the House saying that he did not "get the support he should have received."
He said, "Making this sacred House a centre of anarchy, attacking Indian democracy, tarnishing… pic.twitter.com/07iVVL0935
— ANI (@ANI) August 8, 2024
এরপরেই ধনখড় বলেন, "এই পবিত্র সভাকে অরাজকতার কেন্দ্র বানানো, অধ্যক্ষকে অপমান করা এটা কোনও সভ্য আচরণ হতে পারে না। এই রাজ্যসভায় যেমন শাসক দলের নেতা উপস্থিত রয়েছেন, তেমনই বিরোধী দলের বরিষ্ঠ নেতাও উপস্থিত রয়েছেন। সকলের মাঝে সদনকে যেভাবে অপমান করা হচ্ছে। বারংবার আমি যে পদে বসে আছি সেই চেয়ারকে চ্যালেঞ্জ করা হচ্ছে। বিরোধীরা ভাবছেন আমি এই পদের যোগ্য নই। হাউসে যে সমর্থন আমার পাওয়া উচিত তা আমি পাচ্ছি না। এই অবস্থায় আমার কাছে একটাই বিকল্প রয়েছে। আমি কিছু সময়ের জন্য এই আসন ছেড়ে দিচ্ছি। যে অপমান আমায় করা হচ্ছে তাতে আমি ব্যতীত"।