নয়াদিল্লিঃ গ্রামের কুয়োর(Borewell) পাশেই খেলছিল দু'বছরের শিশু(Child)। আচমকা খোলা কুয়োয় পড়ে যায় সে। রাতভর অভিযান চালিয়েও এখনও পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে খবর। ঘটনাটি ঘটেছে রাজস্থানের(Rajasthan) দাউসা(Dausa) জেলার বান্দিকুই এলাকায়। বুধবার খেলতে খেলতে গ্রামের একটি কুয়োয় পড়ে যায় শিশুটি। খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় প্রশাসন। ডাক পাঠানো হয় জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। রাতভর উদ্ধারকাজ চালায় যৌথ বাহিনী। ক্যামেরার সাহায্যে শিশুর গিতিবিধি নজরে রাখা হচ্ছে। তবে এখনও উদ্ধার করা যায়নি শিশুটিকে। দাউসার এসিপি রঞ্জিত কুমার বলেন, "অভিজ্ঞ দল উদ্ধারকাজ চালাচ্ছে। পাঁচ ঘণ্টার বেশি হয়ে গিয়েছে শিশুটি কুয়োর মধ্যে রয়েছে। আমরা আমাদের সবটা দিয়ে চেষ্টা করছি তাকে উদ্ধার করার।" দাউসার কালেক্টর দেবেন্দ্র কুমার জানান, উদ্ধারকাজ চলছে। মেডিক্যাল টিমও হাজির হয়েছে। শিশুটির জন্য অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে। শিশুটির জন্য খাবার পাঠানোরও চেষ্টা করা হচ্ছে বলে জানানো হয় প্রশাসনের তরফে।
খেলতে খেলতে কুয়োয় পড়ে গেল দু'বছরের শিশু
Rajasthan: Two-year-old girl falls into borewell in Dausa's Bandikui, rescue ops underway
Read @ANI Story | https://t.co/kvGDGJutF2#Rajasthan #Bandikui #borewell #Dausa pic.twitter.com/6j2aHDvF8I
— ANI Digital (@ani_digital) September 18, 2024
চলছে উদ্ধারকাজ
#WATCH | Rajasthan: Rescue operation continues in Dausa's Jodhpura village to rescue the 2.5-year-old girl who fell into a borewell. pic.twitter.com/WGiOyBdVG4
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) September 19, 2024