জয়পুর, ১০ মার্চ: রাজস্থান 'মর্দো কা প্রদেশ'। তাই এই রাজ্য ধর্ষণে এক নম্বর। এমনই মন্তব্য করলেন রাজস্থান মন্ত্রিসভার সদস্য শান্তকুমার ধারিওয়াল (Shanti Kumar Dhariwal)। তাও আবার বিধানসভায় (Assembly) দাঁড়িয়ে এই ধরণের মন্তব্য করেন রাজস্থানের মন্ত্রী। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে জোরদার আলোচনা, সমালোচনা শুরু হয়ে যায়। তবে যে বিধানসভায় দাঁড়িয়ে শান্তি কুমার ধারিওয়াল ওই মন্তব্য করেন, তা শুনে সেখানে হাজির অন্যরা হাসতে শুরু করেন। মুখ্যমন্ত্রী অশোক গেহলত মন্ত্রিসভার সদস্য হয়ে শান্তি কুমার ধারিওয়াল কীভাবে ধর্ষণ নিয়ে বুক ফুলিয়ে ওই ধরণের মন্তব্য করতে পারেন, তা নিয়ে জোরদার সমালোচনা শুরু হয়ে গিয়েছে গোটা দেশ জুড়ে। শান্তি কুমার ধারিওয়ালের ওই মন্তব্য শুনে বিরোধী দল বিজেপির (BJP) তরফে জোরদার সমালোচনা শুরু করা হয়।
#WATCH | Rajasthan Minister Shanti Kumar Dhariwal says in Assembly, "...We are number 1 when it comes to rape cases. Why is it so?...Rajasthan has been a land of men. What we can do about it?..." (09.03.2022)
(Source: Rajasthan Assembly) pic.twitter.com/cqSSybvaSC
— ANI (@ANI) March 10, 2022
প্রথমে কর্ণাটকের (Karnataka) কংগ্রেস বিধায়ক এবং পরে রাজস্থানে কংগ্রেস মন্ত্রী ধর্ষণ নিয়ে এই ধরণের বিতর্কিত মন্তব্য করছেন। তা সত্ত্বেও প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi) কেন চুপ, তা নিয়ে প্রশ্ন তোলা হয় বিজেপির তরফে।
আরও পড়ুন: Russia-Ukraine War: রাশিয়ার বিরুদ্ধে 'অর্থনৈতিক যুদ্ধ' শুরু করেছে আমেরিকা, দাবি ক্রেমলিনের
SHOCKING
DISGUSTING
BUT NOT SURPRISING
Rajasthan's cabinet minister laughs & says in the assembly that Rajasthan is number 1 in rape because it is a “state of men” (mardon ka pradesh). LEGITIMISING RAPE
AFTER KARNATAKA CONGRESS MLA NOW THIS
PRIYANKA VADRA SILENT pic.twitter.com/dBY8f7MBSy
— Shehzad Jai Hind (@Shehzad_Ind) March 9, 2022
ধর্ষণ নিয়ে রাজস্থানের মন্ত্রীর ওই মন্তব্য শুনে এখনও পর্যন্ত কংগ্রেসের তরফে পালটা কোনও মন্তব্য করা হয়নি।