বিগত পাঁচ বছরে রাজস্থানকে শেষ করে দিয়েছে কংগ্রেস। চিত্তোরগড়ের একটি র্যালিতে যোগ দিয়ে রাজস্থান সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।
অনুষ্ঠানের মঞ্চ থেকে তিনি জানান, " মহিলাদের বিরুদ্ধে বেশিরভাগ অপরাধের ঘটনা রাজস্থান থেকে। ' রাজ্য অপরাধের দিক থেকে প্রথমে রয়েছে, এটা আমাকে খুব দুঃখ দেয়।অপরাধের ঘটনায় কোন রাজ্য প্রথমে রয়েছে ? দাঙ্গার ঘটনায় কোন রাজ্য প্রথমে রয়েছে ? পাথর ছোঁড়ার ঘটনায় কোন রাজ্য সবথেকে এগিয়ে রয়েছে? কোন রাজ্যের সবথেকে খারাপ নাম রয়েছে। এর জন্যই কি আপনারা কংগ্রেসকে ভোট দিয়েছিলেন?"
"কেন্দ্রীয় সরকারের কাছে সবথেকে বড় প্রয়োজনীয়তা হচ্ছে রাজস্থানের উন্নতি।"
রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা করে তিনি জানান যে অশোক গেহলত ইতিমধ্যে হার স্বীকার করে নিয়েছেন। এবং বিজেপি সরকার এলে মহিলাদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে বলে তিনি জানান অনুষ্ঠানে।রাজস্থান সহ আরও চারটি রাজ্য এই বছরের শেষেই অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন।
“It pains me Rajasthan tops in crime list…”: PM Modi turns emotional, attacks Congress in Chittorgarh rally
Read @ANI Story | https://t.co/WrvI00kg6Z#PMModi #Congress #Chittorgarh #Rajasthan pic.twitter.com/ZYR1sLa0Fu
— ANI Digital (@ani_digital) October 2, 2023